উত্তরবঙ্গ

দিনহাটা পুরসভার ধৃত চতুর্থ শ্রেণির কর্মীর প্রাসাদোপম বাড়ি নিয়ে চর্চা

সংবাদদাতা, দেওয়ানহাট: দিনহাটা পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠতেই চেয়ারম্যানের পদ ছেড়েছেন গৌরীশঙ্কর মহেশ্বরী। পুরসভায় বাড়ির প্ল্যান পাশ করিয়ে দেওয়ার নাম করে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গত মঙ্গলবার পুলিস  পুর কর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। তাকে রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিস। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকেই ওই পুর কর্মীর প্রাসাদোপম বাড়ি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দিনহাটা সহ জেলাজুড়ে। বিরোধীদের অভিযোগ, পুরসভায় বাড়ির ভুয়ো প্ল্যান পাশের টাকায় সাহেবগঞ্জ রোড সংলগ্ন স্থানে ১১নং ওয়ার্ডে চারতলা পেল্লাই বাড়ি বানিয়েছে ধৃত উত্তম। বিরোধীদের আরও  অভিযোগ, শুধু ভুয়ো প্ল্যান পাশই নয়, পুরসভায় কর্মী নিয়োগও দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির সঙ্গেও যুক্ত ওই কর্মী। সঠিক তদন্ত হলে সব বের হয়ে আসবে।
ধৃত কর্মীর বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বাড়ির প্ল্যান পাশ করিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। কিন্তু ওই টাকা পুরসভার অ্যাকাউন্টে জমা করেনি। আবার পুরসভার খাতাতেও ওই প্ল্যান পাশের কোনও রেকর্ড রাখা হয়নি। কিন্তু সংশ্লিষ্ট বাসিন্দাকে বিলের রসিদ দেওয়া হয়েছিল। পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ওই রসিদ নকল বলে দাবি করার পরে শুরু হয় বিতর্ক। অবশেষে পুরসভার চেয়ারম্যানের পদ থেকেই ইস্তফা দেন গৌরীশঙ্করবাবু।
বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, দিনহাটা শহরের মধ্যে ধৃত ওই চতুর্থ শ্রেণির কর্মীর প্রাসাদোপম বাড়ি রয়েছে। পুরসভায় দুর্নীতি করেই ওই বিশাল পেল্লাই বাড়ি যে বানিয়েছে সেটা সবাই বোঝে। এটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া পুরসভায় কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির সঙ্গেও ধৃত কর্মী জড়িত। সঠিক তদন্ত হলে সব প্রকাশ্যে আসবে। দিনহাটার সিপিএম নেতা শুভ্রালোক দাস বলেন, পুরসভার এই দুর্নীতি শুধু একা উত্তমের পক্ষে করা সম্ভব নয়। আরও অনেকে যুক্ত আছে। এটা একটি সংগঠিত অপরাধ। পরিকল্পনা মাফিক এই দুর্নীতি করা হয়েছে। পুরসভার উপর মহলের কর্মচারীর মদত না থাকলে এটা সম্ভব নয়। আমাদের দাবি এই দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে পুলিসি হেফাজতে নিয়ে তদন্ত করা হোক। তাহলেই দুর্নীতির শিকড়ে পৌঁছনো যাবে। পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী বলেন, ভুয়ো প্ল্যান পাশের ঘটনা নিয়ে পুলিস তদন্ত করছে। তাই এই বিষয়ে আমার কিছু বলার নেই।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা