উত্তরবঙ্গ

রা‌য়গঞ্জ বিএড কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রেখে তুমুল বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উচ্চশিক্ষা দপ্তরের  নির্দেশিকার পরও অধ্যক্ষের গাফিলতিতে তৈরি হয়নি গভর্নিং বডি। তাই অশিক্ষক কর্মীদের বেতন পেতে অযথা দেরি হচ্ছে। এমনই অভিযোগে শুক্রবার অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জ গভর্নমেন্ট বিএড কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। অসন্তোষ এতটাই ছিল যে রায়গঞ্জ গভর্নমেন্ট বিএড কলেজের অধ্যক্ষের কেবিনে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘণ্টাখানেক ধরে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিক্ষোভের মুখে আটকে থাকতে হয় তাঁকে। 
শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অভিযোগ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র গভর্নমেন্ট বিএড কলেজের কৌলিন্য নষ্ট হয়েছে চৈতন্য মণ্ডল অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে। পরিস্থিতি এমন যে, চলতি বছরও কলেজের ৫০ টি আসন পূরণ হয়নি। ১২ টি আসন ফাঁকাই রয়ে গিয়েছে। যেখানে আগে এই কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল। হাজার হাজার ছেলেমেয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তেন। 
গত কয়েক বছরে কলেজের সেই সুনাম নষ্ট হয়েছে। যার জন্য উচ্চশিক্ষা দপ্তর কলেজটিকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে রায়গঞ্জের মহকুমা শাসককে কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ করেছিল। সম্প্রতি তাঁকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু অধ্যক্ষ নিজের মৌরসিপাট্টা খোয়ানোর ভয়ে মহকুমা শাসককেও তার প্রাপ্য সম্মান দেন না। সে কারণেই উচ্চশিক্ষা দপ্তরের  নির্দেশিকার পরও অধ্যক্ষের গাফিলতিতে তৈরি হয়নি কলেজের গভর্নিং বডি। বিক্ষোভকারী দীপঙ্কর ভৌমিকের কথায়, এজন্য আমাদের ডিসেম্বর মাসের বেতনও এখনও হয়নি। গত ছ’মাস ধরে অশিক্ষক কর্মীদের বেতন অহেতুকভাবে বিলম্বিত হচ্ছে। এদিন কলেজের শিক্ষক শিক্ষিকারাও অধ্যক্ষকে ঘেরাও করে কর্মীদের বেতন না হওয়ার সমস্যার বিষয় তুলে ধরেন। এ প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, মহকুমা শাসকের সঙ্গে গভর্নিং বডি তৈরি করা নিয়ে আলোচনা করব। সংশ্লিষ্ট যাঁদের নমিনি লাগে, তাঁদের আমি দ্রুত নমিনি জমা দেওয়ার জন্য জানাচ্ছি। মহকুমাশাসক কিংশুক মাইতি বলেন, বিএড কলেজের গভর্নিং বডি তৈরি হচ্ছে না বলে কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। সে জন্যই এই বিক্ষোভ। 
অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা।-নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা