উত্তরবঙ্গ

৫ সঙ্গীকে ছিনিয়ে নেওয়ার ছক! প্রেসিডেন্সি ও দমদম চত্বরে রেকি জঙ্গিদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যস্ত শহরের দুই প্রান্ত থেকে জঙ্গি সতীর্থদের ‘ছিনিয়ে’ নেওয়ার ছক কষেছিল আনসারুল্লা বাংলা টিম (এবিটি)। জেলবন্দি সাজিদ ওরফে মাসুম মিঞা, আনোয়ার হোসেন ফারুক ওরফে ইনাম সহ চার জঙ্গিকে বাইরে নিয়ে এসে সংগঠনকে মজবুত করতে চাইছিল এবিটি। এদের কেউ প্রেসিডেন্সি, আবার কেউ দমদম সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে। তাই এই দুই জেল এবং সংশ্লিষ্ট আদালত চত্বরের আশপাশের রাস্তা রেকি শুরু করে এবিটি। যাতে আদালতে যাতায়াতের পথে প্রিজন ভ্যান থেকে এহেন সতীর্থদের ‘ছিনিয়ে’ নেওয়া যায়। ইউনাইটেড জেহাদ কাউন্সিলের অন্যতম মাথা সালাউদ্দিন সালেহান এবং  এবিটি প্রধান জসিমুদ্দিন রহমানির নির্দেশমতোই এই ছক সাজাচ্ছিল মহম্মদ শাদ রবি ওরফে সাহেব। শাদের মোবাইলের গ্রুপ ঘেঁটে এই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ঘটনাচক্রে সালাউদ্দিন সালেহানকে বাংলাদেশের ত্রিশালায় পুলিসের হাত থেকে ছাড়িয়ে নিয়েছিল সাজিদ ওরফে মাসুম।  এবার সাজিদকে ছাড়িয়ে সালাউদ্দিন তার ‘প্রতিদান’ দিতে চাইছিল বলে মনে করছেন গোয়েন্দারা। 
২০১৪’র ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশালায় পুলিসের গাড়িতে হামলা চালিয়ে সাজিদ ছিনিয়ে নিয়ে যায় সালাউদ্দিন সালেহান, বোমা মিজান ও রাকিব হাসানকে। এর মধ্যে পুলিসের সঙ্গে সংঘর্ষে রাকিবের মৃত্যু হয়। সালাউদ্দিন ভারত ও বাংলাদেশের খাতায় এখনও মোস্ট ওয়ান্টেড। ২০১৪’র অক্টোবর মাসে খাগড়াগড় কাণ্ডে সে সময়ে জেএমবির বড় মাথা সাজিদ ধরা পড়ে। গ্রেপ্তার করা হয় জেএমবির ‘ফিনান্স এক্সিকিউটিভ’ বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেন ফারুক, কওসার সহ অনেকেই। সাজিদ সহ বাকিদের জেলের বাইরে আনার পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর শাদের পিসতুতো ভাই মুর্শিদাবাদের নওদার সাজিবুল ইসলাম নিজে এবং পরে কয়েকজন শাগরেদকে পাঠিয়ে শহরের দুই প্রান্তে রেকি সেরেছে বলে তদন্তকারীরা জেনেছেন।  
শাদের মোবাইল ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, ময়মনসিংহের  কায়দাতেই চার জঙ্গিকে ছাড়ানোর পরিকল্পনা নিয়েছিল এবিটি। ‘বস’ সালাউদ্দিনের এই নির্দেশ পৌঁছে যায় জসিমউদ্দিনের কাছে। এবিটি প্রধান তার বিশ্বস্ত অনুচর শাদকে সে দায়িত্ব দেয়। তদন্তে উঠে আসছে, শাদ সক্রিয় করে তোলে তার পিসতুতো ভাই সাজিবুলকে। আদালতে যাতায়াতের সময় প্রিজন ভ্যানে কতজন নিরাপত্তা রক্ষী থাকে, কোন ধরনের গাড়িতে নিয়ে যাওয়া হয়, তার তথ্য জোগাড় চলছিল। এমনকী অসুস্থ হলে, কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সে খোঁজও নিচ্ছিল সাজিবুল। বেঙ্গল এসটিএফ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা বলছেন, এবিটি ঠিক করেছিল চূড়ান্ত রেকি সারবে শাদ। তারপরই প্রিজন ভ্যানে হামলা করে সতীর্থ জঙ্গিদের ‘ছিনতাই’ করার মতলবে ছিল এবিটি।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা