উত্তরবঙ্গ

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ঠান্ডাতেও বিকলাঙ্গ নাতনিকে নিয়ে হাজির বৃদ্ধা

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কনকনে ঠান্ডায় দুই বছরের বিকলাঙ্গ নাতনিকে কোলে করে তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবসে হাজির ঠাকুমা। কেন? বৃদ্ধার কথায়, মাসে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা করে পাই। তা দিয়ে চলে সংসার। দলকে ভালোবেসে হাজির হই প্রতিবছর।  
বুধবার ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লকের সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে পালন করা হয় দিনটি। চাঁচল বিধানসভার অন্তর্গত তুলসীহাটা, কুশিদা, বরুই ও রশিদাবাদ অঞ্চলের প্রায় পাঁচ হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে। তাঁদের মধ্যে ছিলেন রশিদবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামের আনা বেওয়া ও তাঁর দুই বছরের বিকলাঙ্গ নাতনি। এককোণে বসে চাদর জড়িয়ে বোতলে করে শিশুকে দুধ পান করানোর পাশাপাশি নেতৃত্বের বক্তব্য শুনতে থাকেন তিনি।
লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার দু’হাজার টাকা করে পান আনা। তা দিয়ে চলে সংসার। আনা বলেন, আমার অভাবের সংসার। স্বামীর মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েছিলাম। ভিক্ষা করে চলত। লক্ষ্মীর ভাণ্ডার ও ভাতা পাওয়ার পর অভাব দূর হয়েছে। 
স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ রাহেব বলেন, ওই মহিলা তৃণমূলের সব অনুষ্ঠানে যান। আবাসের তালিকায় তার নাম নেই। ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। 
মার্জিনা খাতুন বলেন, মহিলা যাতে সব রকমের সরকারি সুযোগসুবিধা পান ব্লক প্রশাসনকে জানাব। তাঁর বিকলাঙ্গ নাতনির যাতে প্রতিবন্ধী সার্টিফিকেট হয়, সেটাও দেখা হবে। - নিজস্ব চিত্র।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা