উত্তরবঙ্গ

আদিনার ইকোপার্ক, ফরেস্টে আড়াই লক্ষ টাকার টিকিট বিক্রি

সংবাদদাতা, পুরাতন মালদহ: নতুন বছরের প্রথম দিনে গাজোল ব্লকের অন্যতম পর্যটনকেন্দ্রগুলিতে টিকিট বিক্রি করে ব্যাপক আয় করল প্রশাসন। বুধবার আদিনার ইকোপার্ক এবং ফরেস্ট মিলিয়ে একদিনে মোট আড়াই লক্ষ টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। তবে, ২০২৪ সালের প্রথম দিনের থেকে এবার আদিনা ফরেস্টে ৫০ হাজার টাকার টিকিট কম বিক্রি হয়েছে। পাশাপাশি আদিনা ইকোপার্কে গত বছরের থেকে ২০ হাজার টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সকাল থেকেই গৌড়বঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পর্যটক আদিনায় আসেন। ভিড় সামাল এবং নিরাপত্তা দিতে ওই পর্যটনকেন্দ্র গুলিতে ব্লক প্রশাসনের কর্মী এবং সিভিক সহ অন্যান্য পুলিস আধিকারিকদের মোতায়েন করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  ২০২৪ সালের জানুয়ারি প্রথম দিন আদিনা ইকোপার্ক এবং ফরেস্ট মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার বিক্রি হয়েছিল। তারমধ্যে ইকো পার্কেই প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকার। আর দু’লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছিল ফরেস্টে। এদিন ইকোপার্কে প্রায় ১ লক্ষ ২৯ হাজার, ফরেস্টে ১ লক্ষ ৪২ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। ফরেস্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন পুরাতন মালদহের সুজয় দাস। তিনি বলেন, ইকোপার্কে টিকিটের লাইনে এতটাই ভিড় ছিল যে ঢুকতে পারিনি। ফরেস্টে গিয়ে আনন্দ উপভোগ করেছি।
ফরেস্টে কম টিকিট বিক্রি প্রসঙ্গে গাজোলের রেঞ্জ অফিসার লতিফ শেখ বলেন, আদিনা ফরেস্টের প্রধান রাস্তায় কালভার্টের কাজ শেষ হয়নি। বাস সহ বিভিন্ন যানবাহন নিয়ে বহু মানুষ প্রবেশ করতে পারেননি। সেজন্য এমনটা হয়েছে।  আদিনা ইকোপার্কের দায়িত্বে থাকা অমিত হালদার বলেন, টিকিট কাউন্টারের সামনে জনজোয়ার ছিল। ব্লক প্রশাসনের কর্মীদের রেখে টিকিট দেওয়া হয়। প্রায় ১ লক্ষ ২৯ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা