উত্তরবঙ্গ

রাজা কামতেশ্বর সেতু বেহাল, মরচে ধরে ক্ষয়ে গিয়েছে পিলার

সংবাদদাতা, দেওয়ানহাট: গোসানিমারি-১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খলিসামারি গ্রামের রাজা কামতেশ্বর সেতু বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ওই সেতুতে থাকা লোহার পিলার ক্ষয়ে গিয়ে বিপজ্জনক অবস্থায় এখন। ফলে যেকোনও সময় ওই পাকা সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল করলে তা ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে দুর্ঘটনার আশঙ্কায় অবিলম্বে ওই বেহাল সেতু সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। বছর দেড়েক আগে সেতুটি সংস্কারের দাবিতে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করলেও ওই বেহাল সেতু সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। 
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ১৯৯৬-’৯৭ অর্থবর্ষে জেলা পরিষদের অর্থানুকূল্যে দিনহাটা-১ ব্লকের গোসানিমারির কোদাল ধোয়া থেকে মাল্লিরহাট যাওয়ার রাস্তায় বাদুর কুড়ায় লোহার পিলার দিয়ে সেতুটি তৈরি হয়েছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কয়েক বছর ধরেই সেটি বেহাল হয়ে পড়েছে। সেতুর উপরে থাকা রেলিং ভেঙে গিয়েছে অনেক আগেই। সেতুটির লোহার পিলারের মরচে ধরে ক্ষয়ে গিয়ে কোনওরকমে আটকে আছে। বেহাল ওই সেতু দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেছে এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কয়েক হাজার মানুষ। দুর্বল ওই সেতুর উপর দিয়েই চলছে যানবাহন। ফলে যেকোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেতু ভেঙে গেলে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন সমস্যায় পড়বেন সেতুর দু’পারের বেশ কয়েকটি গ্রামের মানুষ। 
এলাকার বাসিন্দা পাপাই রায়, কমল ঘোষ বলেন, সেতুর লোহার পিলারগুলি মরচে ধরে ক্ষয়ে বড় বড় ফুটো হয়েছে। যেকোনও সময় এটি ভেঙে পরে দুর্ঘটনা ঘটতে পরে। ফলে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করে এলাকার কয়েক হাজার লোক। সেতুটির দ্রুত সংস্কার করা দরকার। 
গ্রাম পঞ্চায়েতের প্রধান ফায়েরা রাব্বানা বলেন, সেতুটির উপর দিয়ে কয়েক হাজার মানুষ রোজ যাতায়াত করে। আমি দেখে এসেছি, সেতুটির অবস্থা খুবই খারাপ। আমরা বিষয়টি ব্লক অফিস ও জেলা পরিষদেও জানিয়েছি। পাশাপাশি এলাকার বিধায়ক ও সাংসদকেও জানানো হয়েছে। সেতুটি দ্রুত সংস্কার জরুরি। এ বিষয়ে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, সেতুর ব্যাপারে জানা নেই। খোঁজ নিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
- নিজস্ব চিত্র।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা