উত্তরবঙ্গ

মার্কশিট দেওয়া হচ্ছে না পড়ুয়াদের, মানিকচকের একাধিক স্কুলে বিক্ষোভ

সংবাদদাতা, মানিকচক: নতুন বছর শুরু হলেও মিলছে না প্রাথমিক বিদ্যালয়ের মার্কশিট। যা নিয়ে ক্ষোভ বাড়ছে অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের। মানিকচকের বিভিন্ন স্কুলে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা। এই সমস্যার জন্য গত শনিবার খয়েরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবকেরা। মানিকচক পুলিসের তৎপরতায় উদ্ধার করা হয় প্রধান শিক্ষককে। মানিকচক জুড়ে বিভিন্ন স্কুলে একই অবস্থা বলে খবর। শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে গোলযোগের কারণে এই সমস্যা বলে দাবি শিক্ষকদের।
মানিকচক ব্লকের দু’টি চক্রের প্রায় ১৫০ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছর ডিসেম্বর মাসের শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাদের পরীক্ষার ফলাফল। কিন্তু এবছর ছবিটা অন্যরকম। মানিকচকের সিংহভাগ স্কুলেই দেওয়া হয়নি মার্কশিট। শিক্ষা দপ্তরের ফলাফলের ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার কারণে এই অবস্থা। যার ফলে বছর শেষ হলেও পরীক্ষার্থীরা হাতে পায়নি মার্কশিট। নতুন ক্লাসে ভর্তির আগে এই অব্যবস্থায় ফুঁসছেন অভিভাবকরা। মঙ্গলবার এরই প্রতিফলন দেখা গিয়েছিল খয়েরতলা মোহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন দুপুরের পর বিদ্যালয়ে জমায়েত হয়েছিলেন স্থানীয় অভিভাবক ও ছাত্রছাত্রীরা। অভিযোগ, অন্যান্য এলাকার প্রাথমিক বিদ্যালয়ে মার্কশিট দেওয়া হলেও প্রধান শিক্ষকের গাফিলতির কারণে বঞ্চিত মোহরাপাড়ার ছাত্রছাত্রীরা। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে যায় মানিকচক থানার পুলিস। তাঁরা প্রধান শিক্ষককে উদ্ধার  করেন।
স্থানীয় গৃহবধূ টুম্পা শর্মার অভিযোগ, ২১ ডিসেম্বর ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও এখনও পেলাম না। বৃহস্পতিবার থেকে নতুন সেশনে ভর্তি শুরু। কিন্তু এখনও মার্কশিট না পাওয়ায় সমস্যা হচ্ছে। অনেক জায়গায় মার্কশিট দেওয়া হলেও এখানে প্রধান শিক্ষকের গাফিলতির কারণে এই সমস্যা।
যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান শিক্ষক সাদরুল ইসলাম। তিনি বলেন, ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার কারণে মার্কিশিট দিতে দেরি হচ্ছে। পরীক্ষার্থীদের শংসাপত্র শিক্ষা দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা গেলেও মার্কশিটের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। বিষয়টি মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে।
অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ পারভেজ বলেন, এই ধরনের সমস্যা নিয়ে লিখিত অভিযোগ পাইনি। তবে খয়েরতলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই সমস্যাটি জানিয়েছেন। দ্রুত সমাধান করার চেষ্টা হচ্ছে।
(খয়েরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। - নিজস্ব চিত্র।)
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা