উত্তরবঙ্গ

দাগাপুরের বিনোদন পার্কে রাইডে জখম ছাত্রীর মাথায় অপারেশন, তদন্তে ঘটনাস্থলে শিলিগুড়ি পুলিসের টিম

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির একটি বিনোদন পার্কের রাইডে চড়ে দুর্ঘটনার কবলে পড়া ছাত্রীর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। মাটিগাড়ার নার্সিংহোমেই তার চিকিৎসা চলছে। এদিকে, বুধবার ওই পার্কের ঘটনাস্থল পরিদর্শন করে যান তদন্তকারী পুলিস অফিসাররা। ছাত্রীর পরিবার মঙ্গলবার রাতে ওই পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রধাননগর থানায় অভিযোগ জানিয়েছে। পার্কের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গাফিলতি থাকার কারণেই দুর্ঘটনাটি, বলে অভিযোগ ছাত্রীর পরিবারের। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস জানিয়েছে, নির্দিষ্টভাবে অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্তে নামা হয়েছে। 
বিহারের ওই ছাত্রীর অভিভাবকদের দাবি, পার্ক কর্তৃপক্ষ সঠিক নিরাপত্তা ব্যবস্থা না রাখার কারণেই এই বিপদ। আরও বড় অঘটন ঘটে যেতে পারত।‌যদিও পার্ক কর্তৃপক্ষ পুলিসকে জানিয়েছে, কোনওভাবে ওই ছাত্রীর মাথার চুল খুলে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পার্কে আছে বলেই দাবি করেছে তারা। 
এদিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রধাননগর থানার পুলিসের একটি টিম। পার্কের রাইডগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। কোথায় কীভাবে দুর্ঘনাটি ঘটেছিল তাও খতিয়ে দেখেন তাঁরা। রাইডে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, যাঁরা মেশিন অপারেট করেন তাঁদের দিক থেকে কোনও গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হয় এদিন। 
ওই বিনোদন পার্কের অন্যতম কর্ণধার পি কে শা বলেন, পার্কে প্রচুর রাইড আছে। সবক’টি রাইডই প্রতিদিনই চালানোর আগে পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা পার্কের তরফে রাখা আছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছি আমরা। একদফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 
উল্লেখ্য, গত সোমবার শিক্ষিকা মায়ের সঙ্গে শিলিগুড়ির ওই বিনোদন পার্কে এসে একটি রাইডে চড়ে দুর্ঘটনার কবলে পড়ে বিহারের বাসিন্দা একাদশ শ্রেণির ওই ছাত্রী। রাইডে মাথার একাংশ আটকে যাওয়ায় চুল কেটে ফেলতে হয়। মাথার চামড়ার একাংশ উঠে গিয়ে গভীর ক্ষত হয়। ছাত্রীর পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্স চাওয়া হলেও পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থা করেনি। বর্তমানে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ছাত্রীর চিকিৎসা চলছে। ছাত্রীর দাদা অভিজিৎ শরণ জানিয়েছেন, অস্ত্রোপচারের ফলে মাথার যে অংশে ক্ষত হয়েছে সেখানে শরীরের অন্য অংশ থেকে চামড়া এনে প্লাস্টিক সা‌র্জারি করা হয়েছে। ওই বিনোদন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রধাননগর থানায় অভিযোগ জানিয়েছি। আশা করছি, পুলিস নিরপেক্ষ তদন্ত করবে। বোন সুস্থ হলেই ওকে বাড়ি নিয়ে যাওয়া হবে।
(পার্কে তদন্তে পুলিস। - নিজস্ব চিত্র।)
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা