উত্তরবঙ্গ

গামছায় বেঁধে স্বামীকে নিয়ে থানায় হাজির স্ত্রী

সংবাদদাতা, পতিরাম: ১৫ বছর পর স্বামীর কাছে ফিরে এলেন স্ত্রী। কিন্তু তাঁকে মেনে নিতে অস্বীকার করেন স্বামী। বার বার এড়িয়ে যাচ্ছেন দেখে কামারপাড়া হাটেই স্বামীর উপর চড়াও হলেন স্ত্রী। তাঁর হাতে গামছা বেঁধে টানতে টানতে নিয়ে গেলেন থানায়। সেখানেও অবশ্য মেলেনি সমাধানসূত্র।
রবিবার এমন ঘটনায় শোরগোল বালুরঘাটে। থানাতেও দীর্ঘক্ষণ বিবাদ চলে ওই দম্পতির মধ্যে। স্বামী যাবেন না, আর স্ত্রীও ছাড়বেন না। এমন পরিস্থিতিতে এদিন নাজেহাল হতে হয় পুলিসকে। এরপরেও বিবাদ না মেটায় গামছা দিয়ে বেঁধেই স্বামীকে নিয়ে যান স্ত্রী। অভিযোগ জানানো হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন।
পুলিস সূত্রে খবর, হিলি ব্লকের তিওরের বাসিন্দা সন্তোষ মালীর সঙ্গে বিয়ে হয়েছিল মালদহের সান্ত্বনা মালীর সঙ্গে। তাঁদের এক ছেলে ও মেয়ে রয়েছে। সন্তোষবাবুর অভিযোগ, ১৫ বছর আগে তাঁকে ছেড়ে স্ত্রী অন্য একজনকে বিয়ে করে সংসার করছিলেন। তারপর থেকে খোঁজখবর ছিল না। এতদিন পর তিনি আর ফিরিয়ে নেবেন না।
তবে স্ত্রী ছেড়ে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেননি সন্তোষবাবু। ছাগল বিক্রি করে তাঁর সংসার চলে। রবিবার ব্যবসার জন্যই তিনি কামারপাড়া হাটে গিয়েছিলেন। খুঁজতে খুঁজতে সেখানেই চলে যান স্ত্রী। এরপর স্বামীকে বলেন তাঁর সঙ্গে থাকতে চান। সান্ত্বনার দাবি, মাঝে একদিন স্বামী আমার সঙ্গে বুনিয়াদপুরে দেখা করতে গিয়েছিল। তাই তাকে নিতে এসেছি। কিন্তু সে এখন যেতে চাইছে না। লুকিয়ে প্রেম করব কেন? স্বামী যখন, একসঙ্গেই থাকব। কিন্তু স্বামী যেতে রাজি নয়। সে পালাচ্ছিল বলে গামছা দিয়ে বেঁধে থানায় এনেছি। 
এপ্রসঙ্গে সন্তোষের মন্তব্য, আমার স্ত্রী অন্যজনকে বিয়ে করেছিল। সেই স্বামী মারা গিয়েছে। এরপর হাটে এসে এখন আমাকে মারধর করেছে। আমাকে টানতে টানতে থানায় নিয়ে যায় সে। মানসম্মানের খাতিরে চুপ রয়েছি। আমি স্ত্রীর সঙ্গে থাকতেই চাই না।
(স্বামীকে গামছা দিয়ে বেঁধে থানায় হাজির সান্ত্বনা। - নিজস্ব চিত্র।)
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা