উত্তরবঙ্গ

জয়গাঁয় হানা বিহারের কেপমারি গ্যাংয়ের, চোখে স্প্রে করে আংটি-চেন ছিনতাই

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিহারের কেপমারি গ্যাংয়ের নজর এবার ভুটান সীমান্তের জয়গাঁ শহরে। সীমান্ত শহরে প্রতারণার জাল বিছিয়েছে ভিনরাজ্যের প্রতারকরা। নানা ধরনের লোভ দেখিয়ে কাজ হাসিল করছে তারা। কখনও আবার মহিলাদের চোখে রাসায়নিক স্প্রে করে আংটি, গলার চেন ও টাকা ছিনিয়ে চম্পট দিচ্ছে এই চক্রটি। শনিবার এরকমই ঘটনা ঘটেছে সীমান্ত শহরে। জয়গাঁর বাজারের মধ্যে শান্তিদেবী নামে এক মহিলা ওই প্রতারকদের খপ্পড়ে পড়ে সোনার আংটি ও গলার চেন খুইয়েছেন। পরে রাতে প্রতারিত মহিলা স্থানীয় থানায় এনিয়ে অভিযোগ করলে পুলিস তদন্তে নামে। 
প্রতারিত মহিলা পুলিসকে জানিয়েছেন, প্রতারকদলটি তাঁকে আর্থিক উন্নতির লোভ দেখায়। অনেক টাকা রাখা আছে বলে প্রতারকরা তাঁকে একটি ব্যাগও দেয়। এরপর নিজের হাতের আংটি ও গলার চেন প্রতারকের দলটিকে খুলে দেন তিনি। সেই সময় আংটি ও গলার চেন নিয়ে পালিয়ে প্রতারকরা পালিয়ে গেলে মহিলা চিৎকার করে উঠেন। তা শুনে আশেপাশের লোকজন ছুটে এলেও প্রতারকদলটি ততক্ষণে পগার পার।  
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে রাস্তার সিসিক্যামেরার ফুটেজ দেখে প্রতারকদের চিহ্নিত করে। প্রাথমিক তদন্তে নেমে পুলিসের প্রথমে মনে হয়েছিল প্রতারকরা জলপাইগুড়ির রায়গঞ্জের ফাটাপুকুর এলাকার বাসিন্দা। পরে রায়গঞ্জে খোঁজ নিয়ে পুলিস জানতে পারে, এই পুরো প্রতারক চক্রটি বিহারের। এরপরই জয়গাঁ পুলিস ডুয়ার্সের সমস্ত থানাকে বিহারের ওই কেপমারি দলটি সম্পর্কে সতর্ক করে।
স্থানীয়রা বলেন, প্রতারকদের খপ্পড়ে পড়ে এলাকার অনেকের টাকা ও গয়না ছিনতাই হয়েছে। কিছুদিন ধরে বিহারের ওই কেপমারি দলটি জয়গাঁয় প্রতারণার জাল বিছিয়েছে। জয়গাঁ থানার ওসি পালজোর ভুটিয়া বলেন, সিসিক্যামেরার ফুটেজ দেখে প্রতারকদের চিহ্নিত করা গিয়েছে। তাঁরা বিহারের বাসিন্দা। তদন্ত চলছে। শীঘ্রই ভিনরাজ্যের ওই প্রতারকের দলটি ধরা পড়বে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা