উত্তরবঙ্গ

নায়েব আলি টেপুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে দু’দিনের উৎসব

সংবাদদাতা, দেওয়ানহাট: আজ, সোমবার থেকে বলরামপুরে শুরু হচ্ছে প্রবাদপ্রতিম ভাওয়াইয়া শিল্পী নায়েব আলি টেপুর ১১৫তম জন্মজয়ন্তী উৎসব। শিল্পীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে দু’দিন ব্যাপী বলরামপুর বাজারে থাকা নায়েব আলি টেপু মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ভাওয়াইয়া উৎসব। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন উত্তরবঙ্গ ও অসমের শিল্পীরা। 
তুফানগঞ্জ-১ ব্লকের বলরামপুরের কালজানি নদীর পাশেই থাকা চৌখুশি বলরামপুরে জন্ম হয়েছিল ভাওয়াইয়ার প্রবাদপ্রতিম শিল্পী নায়েব আলি টেপুর। কালজানি নদীর তীরে অবস্থিত এই গ্রামে বসেই তিনি একসময় সঙ্গীত রচনা ও চর্চা করতেন। বহু বিখ্যাত ভাওয়াইয়া গান এখানে বসে তিনি রচনা করেছেন। ভাওয়াইয়া গান রচনা, তাতে সুর দেওয়া ও সেই সঙ্গে দোতারা বাদনে পারদর্শী ছিলেন তিনি। তাঁর বেশকিছু গান সেই সময় রেকর্ডও করা হয়েছিল। নায়েব আলি টেপুর পাশাপাশি বলরামপুরে জন্ম হয়েছিল আর এক কিংবদন্তি ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের। 
নায়েব আলি টেপু স্মরণ সমিতির সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিগত দিনে বাম সরকার নায়েব আলি টেপুর ব্যাপারে কার্যত উদাসীন ছিল। তাই তাঁর জন্ম শতবর্ষ পূর্তির বছর থেকে আমরা একটি কমিটি গঠন করে এখানে অনুষ্ঠান শুরু করি। তাঁর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগে ৩-৪ দিনের অনুষ্ঠান হতো। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, অসম থেকেও শিল্পীরা এখানে আসতেন। এবছর দু’দিনের অনুষ্ঠান হবে। আগামী সোমবার থেকে শুরু হবে সেই অনুষ্ঠান।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা