উত্তরবঙ্গ

বৈষ্ণবনগরের জালনোট পাচারকারী ধৃত দিল্লিতে

সংবাদদাতা, কালিয়াচক: ভাঙাচোরা জিনিসপত্র বেচাকেনার আড়ালেই চলত জালনোটের কারবার। এমন‌ই এক ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করেছে দিল্লি পুলিসের স্পেশাল সেল। ধৃত ক‌ওসর আলির বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার বাংলাদেশ সীমান্তবর্তী কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫ হাজার টাকার জালনোট। আগেও দিল্লি পুলিস তাকে জালনোট পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল। সেই সময় প্রায় তিনবছর জেলে ছিল কওসর। তারপর জামিনে মুক্ত ছিল সে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেল থেকে ফিরে কিছুদিন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছে ক‌ওসর। বছর সাতেক আগে বিয়ে করে চরিঅনন্তপুরের কামাত এলাকার ফুলটুসি বিবিকে। তার সাড়ে তিন বছরের ছেলে অসুস্থ বলে ভিনরাজ্যে না গিয়ে ভাঙাচোরা জিনিসপত্র বেচাকেনা শুরু করে। কিন্তু বছর তিনেক ধরে ফের জালনোট কারবারীদের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে ক‌ওসরের। পুলিস সূত্রে খবর, এই ক‌ওসর জালনোট পাচারের ‘কিংপিন’। মূলত দিল্লি ও উত্তরপ্রদেশে জালনোট পাচারের সঙ্গে সে সরাসরি যুক্ত। এছাড়াও ওপার বাংলাদেশের কারবারীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। স্ত্রী ফুলটুসি বিবি বলেন, স্বামী দিল্লিতে হাজিরা দিতে গিয়েছিল। তবে জালনোটের কারবার করত কিনা জানি না। এর আগে সে একবার জালনোট পাচারের অভিযোগে জেলে গিয়েছিল। স্বামীকে ফাঁসানো হয়েছে। ক‌ওসরের ভাই মিঠু শেখের দাবি, দাদা বলেছিল হাজিরা দিতে যাবে। দশদিন আগে সে বাড়ি থেকে বেরিয়েছিল। শনিবার দুপুরে আমাদের এক আত্মীয়কে দিল্লি পুলিসের মোবাইল থেকে ফোনে ক‌ওসর গ্রেপ্তারের বিষয়টি জানায়। তাঁরাই আমাদের খবর দেন।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা