উত্তরবঙ্গ

তুফানগঞ্জ ও শিলিগুড়িতে পুলিসের অভিযানে উদ্ধার ৮৯টি মোষ, ২২টি গোরু

সংবাদদাতা, নকশালবাড়ি ও তুফানগঞ্জ: পাচারের আগে মোষ ও গোরু সহ গ্রেপ্তার হল পাঁচজন। উদ্ধার হয়েছে মোট ১১১টি গবাদিপশু। তিনটি পৃথক ঘটনায় পুলিসের অভিযানে এই সাফল্য আসে। 
শনিবার রাতে শিলিগুড়ি মহকুমায় পৃথক দু’টি ঘটনায় মোষ ও গোরু সহ তিনজন গ্রেপ্তার হয়। প্রথম ঘটনাটি নকশালবাড়ির সাতভাইয়ায়। রাতে এলাকায় অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিস। পরপর দু’টি লরি আটক করে তল্লাশি চালাতে খড়ের আড়ালে মোট ৪০টি মোষ উদ্ধার হয়। তবে পুলিসের অভিযান বুঝতে পেরে একটি লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপর লরির চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালক ও খালাসিকে পুলিস গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে ধৃতরা হল, জাহিরুল ইসলাম ও মফিজুল শেখ। এরা দু’জনে অসমের ধুবড়ির বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, উদ্ধার মোষ বিহার থেকে আলিপুরদুয়ারে পাচার করা হচ্ছিল। 
একইরাতে খড়িবাড়ি ব্লকের চেকরমারিতে পুলিসের অভিযানে ২২টি গোরু সহ গ্রেপ্তার হয় একজন। পুলিস জানিয়েছে, ধৃতের নাম গুলজর আলম। সে বিহারের কাটিহারের বাসিন্দা। সূত্র মারফত খবর পেয়ে রাতে এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিস। সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালালে ২২টি গোরু উদ্ধার হয়। চালক গবাদিপশু পরিবহণের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই চালককে পুলিস গ্রেপ্তার করে। উদ্ধার গোরু বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্য ছিল। 
অন্যদিকে, রবিবার ভোরে তুফানগঞ্জের বক্সিরহাট থানার রামপুর-১ গ্রাম পঞ্চায়েতের অসম-বাংলা সীমানা সংলগ্ন ভাঙাপাকড়ি নাকা পয়েন্টে দু’টি কন্টেনারে তল্লাশি চালিয়ে মোট ৪৯টি মোষ উদ্ধার করে পুলিস। ভোরে  রুটিন তল্লাশি চালানোর সময় দু’টি কন্টেনার দাঁড় করায় জোড়াই ফাঁড়ির পুলিস। তবে গাড়ির ভিতরে কি রয়েছে তা দেখতে চাওয়া হলে প্রথমে দেখাতে অস্বীকার করে চালকরা। তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিসের। একটি কন্টেনার থেকে ২৪টি এবং অন্যটি থেকে উদ্ধার হয় ২৫টি মোষ। মোষ পরিবহণের বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় দু’টি গাড়ির চলককে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল মহম্মদ জুবায়ের এবং মহম্মদ সালাম। উভয়ই উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বিহারের পূর্ণিয়া থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল মোষ।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা