উত্তরবঙ্গ

বেরং নদীতে অস্থায়ী কালভার্ট বানালেন সুকলগছের বাসিন্দারা 
 

সংবাদদাতা, চোপড়া: সময় বাঁচাতে বেরং নদীর উপর অস্থায়ীভাবে কালভার্ট তৈরি করলেন চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুকলগছের বাসিন্দারা। তাঁদের দাবি, কয়েক দশক ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়েও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। তাই প্রত্যেক বছর নদীতে জল কমলেই অস্থায়ীভাবে কালভার্ট তৈরি করেন এলাকাবাসী। 
তাঁদের বক্তব্য, সুকলগছ থেকে কালাগছ যেতে প্রায় ৯ কিমি ঘুরে যেতে হয়। সময়ও লাগে অনেক বেশি। নদী পার করে কালাগছ যেখানে মাত্র ৩ কিমি। সময় বাঁচাতে তাই সবাই এই অস্থায়ী কালভার্টের উপরই ভরসা করেন। সেই কালভার্টও সারাবছর থাকে না। বর্ষায় তা জলের তোড়ে হয় ভেঙে যায়, নয়তো ভেসে যায়। কখনও আবার ভরসা সাঁকো। এভাবেই কেটে গিয়েছে কয়েক যুগ।   হতাশ এলাকাবাসী তাই নিজেরাই উদ্যোগ নিয়ে প্রতিবছর অস্থায়ীভাবে কালভার্ট তৈরি করেন। রবিবার বেরং নদীর উপর হিউম পাইপ বসিয়ে আর্থমুভার দিয়ে মাটি ভরাট করে অস্থায়ী কালভার্ট তৈরি করলেন তাঁরা। চারঘরিয়া গ্রামের বাসিন্দা বিজয় সিনহা জানান, ঘুরপথে সদর চোপড়ায় আসতে হয়। নাহলে নদীর জল পেরিয়ে যেতে হয়। প্রশাসন এখানে সেতু তৈরিতে কোনও উদ্যোগ নিচ্ছে না। সুকলগছের ফাইজাল আহমেদ বলেন, বেরং নদীতে সেতুর দাবি অনেকদিনের। সেতু না থাকায় পড়ুয়াদের নদী পেরিয়ে টিউশন, স্কুল আসতে হয়।  সমস্যার কথা স্বীকার করেছেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাইয়ুম আলম। তিনি বলেন, সমস্যার কথা উপরমহলে জানানো হয়েছে। চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক জানান, বিষয়টি বিধায়কের নজরে আনা হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।
(নদীর উপর অস্থায়ী কালভার্ট তৈরি করলেন বাসিন্দারা।-নিজস্ব চিত্র)
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা