উত্তরবঙ্গ

উন্মুক্ত সীমান্ত ও আধার জালিয়াতি নিয়ে উদ্বেগ, ক্যাফের আড়ালে জাল নথির রমরমা কারবার, টনক নড়ল পুলিসের

সুব্রত ধর, শিলিগুড়ি: দৃশ্য-১: মাস খানেক আগে ভারতীয় জাল ভোটার কার্ড নিয়ে দিল্লিতে পাড়ি দিয়ে ধরা পড়েছে এক বাংলাদেশি। সেই সূত্রেই ভক্তিনগর থানার একটিয়াশালে হানা দিয়ে জাল নথি প্রস্তুতের চক্রের পর্দা ফাঁস করে দিল্লি পুলিস। তারা একটি সাইবার ক্যাফে সিল করে। ক্যাফের মালিককে গ্রেপ্তারও করা হয়। 
দৃশ্য-২: দেড় মাস আগে খড়িবাড়ির নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কিতেও হদিশ মেলে একই ধরনের সাইবার ক্যাফের। অভিযোগ, এক কপি পাসপোর্ট সাইজ ছবি ও নগদ ২০-২৫ হাজার টাকার বিনিময়ে সেখানে তৈরি হতো জাল আধার ও ভোটার কার্ড। সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সেই ক্যাফে সিল করে পুলিস। তারা বিভিন্ন এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। 
সংশ্লিষ্ট দু’টি ঘটনা উদাহরণমাত্র। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সদস্য পাকড়াও হওয়ার পর শিলিগুড়িতে সাইবার ক্যাফেগুলির ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। যা নিয়ে পুলিস ও গোয়েন্দাদের একাংশ রীতিমতো উদ্বিগ্ন। তাদের সন্দেহ, সহজে মোটা টাকা কামানোর টোপ দিয়ে সংশ্লিষ্ট ক্যাফেগুলি ব্যবহার করছে এবিটি। তারা সেগুলি থেকে জাল ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড বের করে এখানে ঘাঁটি গাড়ছে। ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডরকে জঙ্গিরা টার্গেট করেছে বলে জানার পর সেই সন্দহ আরও গাঢ় হয়েছে। 
‘চিকেন নেক’ শিলিগুড়ি শহর ও গ্রামীণ এলাকায় সাইবার ক্যাফের সংখ্যা অগণিত। মুদির দোকান, মোবাইল ফোন কিংবা ফটোকপির দোকানে চলছে ক্যাফে। স্মার্ট ফোন, কম্পিউটার ও প্রিন্টার রেখে তা চালানো হচ্ছে। কিছু ক্যাফেতে জাল নথি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। একের পর এক এবিটি জঙ্গি বিভিন্ন জায়গায় ধড়া পড়ার পর সংশ্লিষ্ট ক্যাফেগুলি নিয়ে টনক নড়েছে পুলিসের। 
শিলিগুড়ির ডেপুটি পুলিসের কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, সাইবার ক্যাফেগুলির উপর নজর রয়েছে। কেউ অন্যায় করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দার্জিলিং জেলা পুলিসের এক অফিসার বলেন, গ্রামীণ এলাকায় সাইবার ক্যাফেগুলিতে কি ধরনের কাজকর্ম হচ্ছে, সেব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে। সেকারণেই নেপাল সীমান্ত এলাকা থেকে জাল নথি প্রস্তুতের ক্যাফে সিল করা হয়েছে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ নকশালবাড়ি, হলদিবাড়ি ও ইসলামপুর থেকে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। দার্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, বিষয়টি নিয়ে পুলিস সতর্ক রয়েছে। 
শিলিগুড়ির পাশেই বাংলাদেশ। অভ্যন্তরীণ বিবাদের জেরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অশান্তি চরমে উঠেছে। যার জেরে পদ্মাপার থেকে চোরাপথে এপারে আসার চেষ্টা করছেন বাংলাদেশিরা। এই অবস্থায় উন্মুক্ত সীমান্ত নিয়ে পুলিস, বিএসএফ ও গোয়েন্দারা রীতিমতো উদ্বিগ্ন। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির ফাঁসিদেওয়া, জলপাইগুড়ির বেরুবাড়ি, মেখলিগঞ্জের সীমান্তবর্তী কিছু গ্রামে কাঁটাতারের বেড়া নেই। এরবাইরে হলদিবাড়ি, মেখলিগঞ্জের সীমান্তবর্তী দিয়ে গিয়েছে নদী। কাজেই সংশ্লিষ্ট এলাকাগুলি অরক্ষিত। গোয়েন্দাদের বক্তব্য, অনুপ্রবেশকারী, চোরাচালনকারী, গোরুপাচারকারীরা সংশ্লিষ্ট পথগুলি ব্যবহার করছে। এমনকী, অবৈধভাবে এপারে আসার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলি ব্যবহার করছে কট্টরপন্থী জঙ্গি সংগঠনের সদস্যরাও। 
কয়েকদিন আগেই ফুলবাড়ি সীমান্ত পরিদর্শন করেন শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর। তিনি বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। বিএসএফের অফিসাররা জানান, অনুপ্রবেশ, চোরাচালান সহ সব ধরনের অপরাধ দমনে সংশ্লিষ্ট সীমান্তগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা