উত্তরবঙ্গ

তোর্সার চরে পোস্ত চাষ, নষ্ট করল পুলিস

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার বিভিন্ন থানা এলাকায় গাঁজা চাষের পাশাপাশি কয়েক বছর ধরে পোস্ত চাষের প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগে পুন্ডিবাড়ি থানার কালপানি, মধুপুরে তোর্সার চরে পপি চাষ হতো। এবার কোচবিহারের মোয়ামারির ছোট ১৮ কোঠায় তোর্সার চরে ব্যাপক পপি চাষের সন্ধান পেয়েছে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার এলাকায় পৌঁছন খোদ পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উদ্ধার করা হয় পাম্প সেট। বিদ্যুতের তার। বিঘার পর বিঘা জমিতে ছড়ানো হয়েছিল পপির বীজ। যা থেকে সবে চারা গজিয়েছে। ড্রোন উড়িয়ে ওই বিরাট এলাকায় কোথায় কি আছে তা পরিদর্শনও করা হয়। এদিনের অভিযানে এসপি ছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা, ডিএসপি (হেড কোয়ার্টার) চন্দন দাস, কোতোয়ালি থানার আইসি তপন পাল। এসপি বলেন, মোয়ামারি, শুকটাবাড়িতে পপি চাষ হয়েছে। সেখান থেকে পাম্প, বিদ্যুতের তার বাজেয়াপ্ত করা হয়েছে। বাইক নিয়ে ঘটনাস্থলে আমরা পৌঁছই। আগে পুন্ডিবাড়ির কালপানিতে এই চাষ বন্ধ করা হয়েছে। ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। যারা এসব বেআইনি কারবার করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সাধারণত নদীর চর, খাস জমিতে এসব হচ্ছে। এদিন ড্রোনে পুরো এলাকা দেখা হয়েছে। জমিতে জল দেওয়ার জন্য দু’টি পাম্প হাউসের সন্ধান মিলেছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, এলাকা থেকে তিনটি পাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। ড্রোন দিয়ে দেখা হয়েছে কোথায় কোথায় পোস্ত চাষ চলছিল। প্রায় দু’শো বিঘা জমিতে এই চাষ শুরু করা হয়েছে। পুলিসের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়েছে। যদিও এ ব্যাপারে গ্রামবাসীরা কেউই মুখ খুলতে চাননি। পুলিসের অনুমান, গ্রামের বাইরের লোকেরা এই চাষের সঙ্গে যুক্ত। 
চলতি বছর এখনও পর্যন্ত কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার বিভিন্ন এলাকায় মোট ৪০ বিঘা জমিতে চাষ করা পপি চারা নষ্ট করা হয়েছে। জেলার ১৩টি থানার মধ্যে সাতটি থানা এলাকায় চলতি বছর সাড়ে সাত হাজার বিঘার জমিতে চাষ করা গাঁজা গাছ উপড়ে ফেলা হয়েছে। 
কোচবিহার-১ ব্লকের মাঘপালা সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় গাঁজা চাষের প্রবণতা দীর্ঘদিনের। কিন্তু অবৈধ পপি চাষ তোর্সার পাড়ে এতদিন সেভাবে চোখে পড়েনি। এবার তা নজরে এসেছে। পুলিসের অনুমান তোর্সার অপর পারে পপি চাষে বাধা পেয়েই এবার এপারের চর এলাকা বেছে নিয়েছে অসাধু লোকজন। যদিও পুলিস এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বলে জানিয়েছে।  
(চলছে অভিযান।- নিজস্ব চিত্র)
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা