উত্তরবঙ্গ

তপনের হরসুরায় স্পিড ব্রেকারের দাবিতে ২ঘণ্টা সড়ক অবরোধ
 

সংবাদদাতা, তপন: তপনের দক্ষিণ হরসুরায় রাস্তার বাঁকে নেই স্পিড ব্রেকার। যার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। তাই রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে শুক্রবার তপন ব্লকের ১০ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরসুরায় রাজ্য সড়ক অবরোধ করে বাসিন্দারা বিক্ষোভ দেখান। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আন্দোলনকারীদের অভিযোগ, তপন-বালুরঘাট রাজ্য সড়কের দক্ষিণ হরসুরায় রাস্তার বাঁক রয়েছে। রাস্তার বাঁকে মাঝেমধ্যেই ঘটে পথ দুর্ঘটনা। বৃহস্পতিবারও একটি বাইক দুর্ঘটনা ঘটেছে। তাই পথ দুর্ঘটনা এড়াতে রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে এদিন রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা সহ অন্যান্য পুলিস কর্মীরা। পরে পুলিসের আশ্বাসে দু’ঘণ্টা পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা অলোকা বর্মন ও পুষ্প বর্মনরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সমস্যার কথা কেউ শুনছেন না। আমাদের দক্ষিণ হরসুরা গ্রামের প্যাঁচা মোড়ে রাস্তার বাঁকে অহরহ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবারও একজন বাইক দুর্ঘটনায় জখম হয়েছেন। তাই স্পিড ব্রেকারের দাবিতে এদিন পথ অবরোধ করা হয়। তপন থানার পুলিস জানিয়েছে, কিছুদিনের মধ্যেই সমস্যা সমাধান করা হবে। তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, পথ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সদা তৎপর। রাস্তার টার্নিং থাকায় ওখানে পথ দুর্ঘটনা কমাতে দুটি স্পিড ব্রেকারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। শীঘ্রই সমস্যার সমাধান করে দেওয়া হবে।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা