উত্তরবঙ্গ

দলের কেউ কেউ বিভ্রান্ত করছেন শ্রমিকদের, তোপ আইএনটিটিইউসি’র জেলা সভাপতির

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দলেরই কেউ কেউ শ্রমিকদের বিভ্রান্ত করে ভুল পথে চালিত করছেন। শুক্রবার এমনই তোপ দাগলেন আইএনটিটিইউসি’র জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে। মোহিতনগরে একটি সিমেন্ট কারখানায় তৃণমূলের পতাকা ব্যবহার করে আন্দোলন চালাচ্ছেন শ্রমিকরা। তপনবাবুর অভিযোগ, তৃণমূলের জেলার এক নেতার ইন্ধনে এসব হচ্ছে। কিন্তু, শিল্প বন্ধ করে কোনও আন্দোলনে আমাদের সায় নেই। তাছাড়া যে কারখানায় ওই আন্দোলন হচ্ছে, সেখানে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল স্টেট ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ইউনিয়নেরও কোনও ইউনিট তৈরি হয়নি। ফলে যাঁরা সেখানে তৃণমূল ও আইএনটিটিইউসি’র পতাকা ব্যবহার করছেন, তাঁরা তা করতে পারেন না। এনিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ করা হয়েছে। এরপর আরও বড় পদক্ষেপ নেব।
আইএনটিটিইউসি’র জেলা সভাপতির বক্তব্য, বোনাস ইস্যুতে ওই সিমেন্ট কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন বলে জেনেছি। কিন্তু তাঁরা আমাদের কাছে আসেননি। আমাদের কাছে এলে নিশ্চয়ই আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতাম। প্রয়োজনে শ্রমদপ্তরের মধ্যস্থতায় বোনাস নির্ধারণ করা যেত। অথচ তা না করে সেখানে তৃণমূল ও আইএনটিটিইউসি’র পতাকা ব্যবহার করে আন্দোলন হচ্ছে। শুধু তাই নয়, আন্দোলন মঞ্চ থেকে জেলার এক নেতার নামে জিন্দাবাদ স্লোগানও দেওয়া হচ্ছে। আমাদের ধারণা, ওই নেতার ইন্ধনেই এসব হচ্ছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকেও জানানো হচ্ছে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা