উত্তরবঙ্গ

উপ নির্বাচনের বাকি চার দিন, জোর প্রচার রায়গঞ্জে

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভোটের বাকি আর মাত্র চারদিন। প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সব রাজনৈতিক দল। বৃষ্টি মাথায় নিয়েই চলছে রোড শো, বাইক র‍্যালি। শুক্রবার রায়গঞ্জ শহর ও গ্রামাঞ্চলে চলে বাড়ি বাড়ি ভোট প্রচার। করা হয় লিফলেট বিলি। ১০ জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রচারের শেষ দিন ৮ জুলাই। এদিকে রথের আগে প্রবল বৃষ্টি রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলাজুড়ে। ভিজেই প্রচার সারছেন সব দলের প্রার্থীরা। 
শুক্রবার সকালে ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের রাহাপাড়া এলাকায় বারোয়ারি রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। স্থানীয় কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে এরপর বাইক র‍্যালি হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত নেতৃত্বকে নিয়ে হুড খোলা জিপেই ছিলেন কৃষ্ণ। বাইক র‍্যালি শেষে মাড়াইকুড়া বাজারে হেঁটে জনসংযোগ করেন তিনি। অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন তিনি। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা বা সমস্যার কথা জানতে চান কৃষ্ণ। দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দলীয় কর্মীর বাইকের পিছনে বসে, আবার হুডখোলা জিপে ছাতা মাথায় প্রচার করেন তিনি। 
এদিন জোটপ্রার্থী মোহিত সেনগুপ্তকে নিয়ে রোড শো করেন অধীর চৌধুরী। শহরের কসবা মোড় থেকে হুডখোলা জিপে মোহিতকে সঙ্গে নিয়ে ভোট চান অধীর। জিপের সামনে, পিছনে দলীয় পতাকা নিয়ে বাইকে  ছিলেন বাম-কংগ্রেস কর্মী, সমর্থকরা। বৃষ্টিতে ভিজেই র‍্যালি করেন তাঁরা। 
বিজেপির অবশ্য একাধিক দলীয় কর্মসূচি ছিল। পদ্ম প্রার্থী মানস ঘোষ এদিন কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। সন্ধ্যায় বৃষ্টির মধ্যেই প্রচার সারেন রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা