উত্তরবঙ্গ

বানারহাটে চা বাগানে শিশুকে খুবলে খেল চিতাবাঘ

সংবাদদাতা, বানারহাট: বন্ধুদের সঙ্গে চা বাগানে মাশরুম আনতে গিয়ে চিতাবাঘের হানায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানে। পুলিস জানিয়েছে, মৃত কিশোরের নাম দিলজিৎ মাহালি (৬)। তোতাপাড়া চা বাগানের স্কুল লাইনের বাসিন্দা ছিল সে। এঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাগানে। এলাকাবাসী দেহ আটকে রেখে বনদপ্তরের ভূমিকায় ক্ষোভ দেখান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিস, ধূপগুড়ির এসডিপিও গেলসন লেপচা সহ বনকর্মীরা। বনদপ্তর এলাকাবাসীর দাবি মেনে  লিখিত দেওয়ার পর মৃতদেহ নিয়ে যায় বানারহাট থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে চার বন্ধুর সঙ্গে তোতাপাড়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে মাশরুম তুলতে যায় দিলজিৎ। মাশরুম তুলে বাড়ি ফেরার সময় বাগানের ৬ নম্বর সেকশনে একটি চিতাবাঘ দিলজিতের উপর আক্রমণ করে তাকে বাগানের মধ্যে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা আতঙ্কিত হয়ে পরিবারকে খবর দেয়। এরপর এলাকার বাসিন্দারা ঘণ্টাখানেক বাগানে খোঁজাখুঁজি করে রক্তাক্ত অবস্থায় দিলজিতের মৃতদেহ উদ্ধার করে। তোতাপাড়া চা বাগানের শ্রমিক ইউনিয়নের নেতা অজয় টপ্পো বলেন, পরিবারটিকে ক্ষতিপূরণ, চিতাবাঘ ধরতে চা বাগানে খাঁচাপাতা ও এলাকায় বনদপ্তরকে টহল দেওয়ার দাবি নিয়ে এলাকাবাসী সরব হন। তাঁদের দাবি মেনে বনদপ্তর লিখিত প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, ঘটনাটি খুবই দুখঃজনক। তবে সবদিক খতিয়ে দেখে মৃতের পরিবারকে বনদপ্তরের নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।  
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা