উত্তরবঙ্গ

চাঁচল-২ ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় দশ কোটি টাকা

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের চাঁচল-২ ব্লকের চাষিরা রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের ৪২ হাজার ১১৬ আবেদন কৃষিদপ্তর অনুমোদন করেছে। তার মধ্যে ৪১ হাজার৪৯৯ জন কৃষক এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। ব্লকে মোট ৯ কোটি ৮৪ লক্ষ ৭৬ হাজার ২৪৬ টাকা কৃষকদের দেওয়া হয়েছে। কৃষকরা বছরে দু’বার এই প্রকল্পের আওতায় সরাসরি অর্থ পান নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কৃষকরা এই অর্থ কৃষিকাজে ব্যবহার করছেন।
মালতীপুরের কৃষক তপনকুমার দাস বলেন, আমি প্রথম ২০১৯ সালে ‘কৃষক বন্ধু’ নিশ্চিত আয় প্রকল্পে আবেদন করেছিলাম। ওই বছর থেকেই আমি এই প্রকল্পের সুবিধা পাচ্ছি। ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কৃষক হাসিমুদ্দিন বলেন, চাষবাস করার জন্য আগে ঋণ করতে হতো। কিন্তু ২০২১ সাল থেকে এই প্রকল্পের টাকা পাওয়ার পর আর চাষের জন্য ঋণ করতে হয় না। ২০২১ সালে আবেদন করার পর আমি নিয়মিত টাকা পাচ্ছি। ব্লক সহ কৃষি অধিকর্তা মহম্মদ আনোয়ারুল ইসলাম জানান, চাঁচল-২ ব্লকে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রকল্পের টাকা কৃষকরা সরাসরি নিজের অ্যাকাউন্টে নিয়মিত পাচ্ছেন। এই অর্থ দিয়ে তাঁরা উন্নতমানের বীজ, সার, কীটনাশক কিনে জমিতে ব্যবহার করছেন। চাষের উন্নতিতে এই প্রকল্পের টাকা কৃষকদের সহায়তা করছে। এই প্রকল্পে দু’ধাপে টাকা দেওয়া হয়।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা