উত্তরবঙ্গ

গঙ্গায় ভাঙন রোধের কাজ কেন থমকে, সেচকর্তার সামনে ক্ষোভ

সংবাদদাতা, মানিকচক: প্রায় তিন কিমি বাঁধহীন ভূতনির বিস্তীর্ণ এলাকা। বর্ষার শুরুতে নদী ভাঙন বাড়তেই আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। শুক্রবার বাঁধের কাজ পরিদর্শনে এসে ক্ষোভের মুখে পড়লেন সেচদপ্তরের আধিকারিকরা। কর্তাদের পেয়ে ক্ষোভ উগরে দেন গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বস্তা নয়, টিউবের মাধম্যে ভাঙন রোধের কাজের দাবি তুলেছেন তাঁরা। জেলা সেচদপ্তরের এক আধিকারিক বলেন, ভূতনির পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ এলেই ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের বক্তব্য, ভূতনির উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের কেশরপুর এলাকার বহু জমি, বাড়ি  গঙ্গার নদী গর্ভে। তলিয়ে গিয়েছে মূল বাঁধও। এমনকী অস্থায়ী বাঁধের বিভিন্ন জায়গা পুরোপুরি নিশ্চিহ্ন। গঙ্গার জল বাড়লেই তা প্রবেশ করবে ভূতনি এলাকায়। কিছুদিন আগে কোশি নদীর ভাঙনে প্রায় ১ কিমি বাঁধ পুরোপুরি নদীতে তলিয়ে গিয়েছে। সেচদপ্তর বালির বস্তার মাধ্যমে ভাঙন রোধের কাজ করলেও বর্তমানে তা বন্ধ। তবে সেই কাজেরও বেশিরভাগ অংশ গঙ্গার গ্রাসে। অনবরত ভাঙনে বাঁধের কাজও থমকে যাওয়ায় সেচ দপ্তরের কর্তাদের ভূমিকায় প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করেও কেন ভাঙন রোধ করা যাচ্ছে না।
এদিন মালদহ জেলা সেচ দপ্তরের আধিকারিকরা এলাকায় এলে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য এবং স্থানীয় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। ভাঙন রোধের কাজ কেন বন্ধ, কেনই বা বস্তার মাধ্যমে করা হচ্ছে, কেন নতুন পদ্ধতিতে কাজ করা হচ্ছে না, তার কৈফিয়ত চাওয়া হয় আধিকারিকের কাছে। গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির মুখপাত্র তারিকুল ইসলাম বলেন, বালির বস্তা, প্রকোপাইল বা বাঁশের মাধ্যমে ভাঙন রোধ সম্ভব নয়। নতুন পদ্ধতিতে, জিও সিনথেটিক টিউবের মাধ্যমে কাজ করতে হবে। পুনর্বাসনের ও দাবি জানানো হয়।
স্থানীয় বাসিন্দা সীতারাম মাহাত, আবু তাহিররা জানান, বাঁধের বিভিন্ন জায়গা ভাঙা। তিন কিমি বাঁধ নেই। কোনও কাজও হচ্ছে না। 
অন্যদিকে রতুয়ার খাসমহল এলাকায় প্রবল ভাঙনের জেরে প্রয়োজনীয় জিনিস নিয়ে ভূতনিতে আসতে শুরু করেছে বাসিন্দারা। খাসমহলের বাসিন্দা আজাদ হোসেন বলেন, বিলাইমাড়ি খাসমহল এলাকার সকলেই এলাকা ছাড়ছে। গঙ্গার ভাঙনের আতঙ্কে আমরা চলে যাচ্ছি।  ভূতনিতে গঙ্গার ভাঙন। 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা