পুজোর খরচের সিংহভাগ মিটেছে সরকারি সাহায্যে

ফারুক আলম, রাজারহাট: রাজারহাটে কালীপুজোর বিরাট সুনাম। বছর কয়েক ধরেই নজরকাড়া থিম পুজো টক্কর দিচ্ছে একে অপরকে। কিন্তু গ্রামীণ রাজারহাটে থিম পুজোর তেমন চল নেই। ভিড় যে খুব একটা বেশি হয়, এমনটা নয়। তবে প্রায় সব পাড়ায় মণ্ডপ বেঁধে মা দুর্গার আরাধনা হয় ধুমধাম করে। আনন্দের কোনও খামতি নেই। অনাড়ম্বর এই পুজোর অধিকাংশ খরচই উতরে যাচ্ছে রাজ্য সরকারের দেওয়া অনুদানে।
রাজারহাট ব্লকে পাঁচটি গ্রাম পঞ্চায়েত। ব্লক প্রশাসন সূত্রে খবর, দুই বিষ্ণুপুর, চাঁদপুর, পাথরঘাটা— এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কমবেশি ১১০টি দুর্গোপুজো হচ্ছে। এরমধ্যে চলতি বছরে ৬৯টি পুজো কমিটি সরকারি অনুদান হিসেবে ৭০ হাজার টাকা পেয়েছে। একাধিক পুজো কমিটির কর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সরকারি সাহায্যের টাকায় অধিকাংশ জায়গাতেই মণ্ডপ, প্রতিমা ও পুরোহিতের খরচ মিটেছে। এ প্রসঙ্গে একই মত প্রকাশ করেছেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর। তিনি বলেন, ‘২৫ হাজার টাকা থেকে অনুদান দেওয়া চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। তা বেড়ে এ বছর ৭০ হাজার টাকায় পৌঁছেছে। ছাড় পাচ্ছে বিদ্যুৎ বিলেও। অনুদানের অর্থেই এলাকার অধিকাংশ পুজো কমিটির খরচ মিটে যাবে’। পাথরঘাটা পঞ্চায়েত এলাকায় আকন্দকেশরী সবুজ সঙ্ঘের পুজো এ বছর ৩৭তম বর্ষে পা দিয়েছে। সর্বজনীন পুজো কমিটির সম্পাদক প্রবীরকুমার মণ্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রীর অনুদানে মিটেছে পুজোর অনেক কাজ। বাজারে লাগামছাড়া মূল্যবৃদ্ধি। তা সত্ত্বেও গত দু’বছর পুজোর চাঁদা বাড়ানো হয়নি। বাসিন্দারা যেমন খুশি চাঁদা দিয়েছেন। সেই অর্থে আকন্দকেশরীতে প্রায় ৪০টি পথবাতি বসানো হয়েছে’। এই পঞ্চায়েতের গাঁড়াগড়ি সর্বজনীন দুর্গোপুজো কমিটির প্রধান উপদেষ্টা পরিমল মণ্ডল বলেছেন, এটি এই এলাকার একটি অন্যতম প্রাচীন পুজো। ঐতিহ্য মেনে পুজোর সময় সামাজিক কাজে বেশি জোর দেওয়া হয়। চাঁদার টাকায় সে কাজ করা হয়। মণ্ডপ নির্মাণ, প্রতিমা কেনা, পুরোহিত সব খরচই প্রায় উঠে আসে সরকারি টাকায়। জ্যাংড়া হাতিয়াড়া ২ গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লি লক্ষণ স্মৃতি সঙ্ঘ পুজো কমিটির সম্পাদক রূপক বসু জানিয়েছেন, সরকারি অর্থে পুজোর প্রায় সব কাজই হয়েছে। চাঁদার টাকা অনেকটাই বেঁচে রয়েছে। ওই টাকায় আমরা পাড়ার গরিব মাকে ঘর বানিয়ে দিচ্ছি। বিষ্ণুপুরের ছোট চাঁদপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি অভিজিৎ নস্কর জানিয়েছেন, দু’হাজার মানুষের ভোগ বাদে সরকারি অনুদানে শিল্পী, মাইক, আলোর পেমেন্ট হয়েছে।
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা