পুজোর পর ভৈরব সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ হবে অনির্দিষ্টকালের জন্য

সংবাদদাতা, ডোমকল: মুর্শিদাবাদের ইসলামপুর ভৈরব সেতুর একটি অংশে গর্তের সৃষ্টি হয়েছে। তা সারাতে অনির্দিষ্টকালের জন্য ওই সেতুর উপর দিয়ে বাস, লরি ভারী যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুজোর পর থেকেই চালু হবে সেই নিয়ম। সেতুর যে দিকের অংশে গর্তের সৃষ্টি হয়েছে তার আশেপাশে কয়েকমিটার দূর দিয়ে গার্ডরেল লাগানো হয়েছে, যাতে ওই অংশে কোনও গাড়ি ঢুকে পড়তে না পারে। সেতুর উপর পুলিসি টহল শুরু হয়েছে। পুলিস প্রশাসনের মাধ্যমে আপাতত সেতুটিকে ওয়ান ওয়ের মতো করে ব্যবহার করা হচ্ছে। যার কারণে ব্যস্ত সময়ে ব্রিজের দু’ মুখেই বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে হচ্ছে সমস্ত গাড়িকে ।
জানা গিয়েছে, পাঁচদিন আগে ভৈরব ব্রিজের ইসলামপুর টোলপ্লাজার দিকের অংশে কয়েকফুট চওড়ার গর্ত দেখা যায়। খবর পাওয়া মাত্রই পিডব্লুডির আধিকারিক ও ইঞ্জিনিয়াররা সেই ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করেন। এরপরই তার পরের দিন থেকে ওই অংশ সারাইয়ের কাজ শুরু হয়। এরপর বৃহস্পতিবার থেকেই  গার্ডারেল দিয়ে ঘিরে দেওয়া হয় ওই অংশটি। ব্রিজের দুই দিকে হাইট ব্যারিয়ার লাগানোর কাজ চলছে।
পিডব্লুডির বহরমপুর ডিভিশন-২ এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজয় দাস বলেন, ব্রিজের একদিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, খবর পাওয়া মাত্রই আমরা সেগুলি সারাইয়ের ব্যবস্থা শুরু করেছি। বর্তমানে ব্রিজের নীচের দিকের অংশে কাজ চলছে সেই কারণে একদিকের অংশ দিয়েই যান চলাচল চালু রাখা হয়েছে। তবে পুজোর পরে অপর দিকের অংশটির কাজ শুরু হবে তখন বাস, লরিসহ সমস্ত যান চলাচল বন্ধ রাখা হবে। কিছুটা সমস্যার সম্মুখীন হলেও আমরা আশা রাখব মাস দেড়েকের মধ্যেই ওই ব্রিজটি সারাইয়ের কাজ শেষ হবে।
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা