সপ্তমী থেকে নবমী দিনেই নিদ্রা যান খড়দহের শ্যামসুন্দর ও রাধারানি

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পশুবলির আর্তনাদ যাতে কানে না-আসে তার জন্য পুজোর তিনদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শয়নে থাকেন খড়দহের শ্যামসুন্দর। এইসময় তিনি ভোগও খান পরিমিত। অন্যদিন ভোগ হয় ন্যূনতম ১৩ পদ, পুজোর তিনদিন সকাল ৮টার মধ্যে আট পদ ভোগ খেয়ে ঘুমিয়ে পড়েন শ্যামসুন্দর ও রাধারানি। ভক্তরা পুজো দিতে এলেও তখন শ্যামসুন্দরের দেখা পান না। প্রায় ৫০০ বছর ধরে খড়দহে শ্যামের মন্দিরে এই নিয়মই চলে আসছে। 
এমনিতেই শ্যামসুন্দর মন্দিরে পুজো দেওয়ার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়। মন্দির সূত্রে জানা গিয়েছে, সাধারণত দুপুর ১টা নাগাদ শ্যামসুন্দর অন্নভোগ গ্রহণ করেন। পুজোর সময় সেই নিয়মে ছেদ পড়ে। ষষ্ঠী পর্যন্ত সারাবছরের বাঁধাধরা নিয়মেই ভোগ নিবেদন করা হয় শ্যামসুন্দরকে, শুক্রবার মহাষষ্ঠীতে ১৩ পদ হয়েছে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে নিয়মের পরিবর্তন হয়। এদিন মন্দিরের সেবায়েতরা বলেন, দুর্গাপুজোর এই তিনদিন সকাল ৮টার মধ্যে শ্যামসুন্দরের ভোগে থাকে—অন্ন, ডাল, পোস্ত, চচ্চড়ি এবং মুগঘন্ট প্রভৃতি। সকাল ৮টার মধ্যে অন্নভোগ গ্রহণ করেই তিনি শয়নে চলে যান। মন্দিরের গর্ভগৃহের ভিতরেই রয়েছে শয়ন কক্ষ। সেখানে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি ঘুমোন। বিকেল ৫টার পর তাঁকে ফল ও মিষ্টি ভোগ দেওয়া হয়। সন্ধ্যা ৭টা থেকে আধঘণ্টা চলে আরতি। রাত সাড়ে ৯টার পর তিনি শয়নে যান। পরদিন ভোর সাড়ে ৪টে থেকে শ্যামসুন্দরের নিত্যপুজো শুরু হয়।  প্রভু নিত্যানন্দের উত্তরসূরি অশেষ গোস্বামী বলেন, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে বিভিন্ন বনেদি বাড়ির পুজোয় পাঁঠা বলি হয়। শ্যামসুন্দর সেটা দেখতে পারেন না। পশুর আর্তনাদ যাতে তাঁর কানে না-পৌঁছয় তার জন্যই সকালে তিনি শয়নে চলে যান। বহুকাল এই নিয়মই চলে আসছে। সেটাই পালন করে চলেছি আমরা। পুজোর তিনদিন দিবাভাগে শ্যামসুন্দরের দেখা পান না ভক্তরা। -নিজস্ব চিত্র
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা