দিল্লির পুজোয় ভরপুর বাঙালিয়ানার স্বাদ

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: কোথাও ডিজনিল্যান্ড, কোথাও কেদারনাথ মন্দির। কোথাও আবার বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির। দিল্লির পুজো আ‌য়োজনেও কলকাতার মতোই থিম। কোথাও আবার পুজোর প্রতিদিন ৩০০ কিলো চাল আর ডালের খিচুড়ি। সঙ্গে ৩০০ লিটার দুধের পায়েস ভোগ। সফদরজং মাতৃমন্দিরের উদ্যোগে দিল্লিতেও এবার ডিজনিল্যান্ড। পুজো কমিটির সম্পাদক গীতশ্রী মৈত্রের কথায়, ‘প্রতিবারই বৈচিত্র্য রাখার চেষ্টা করি। গতবার ছিল বেলুড় মঠের আদলে মণ্ডপ। এবার ছোটদের কথা ভেবে ডিজনিল্যান্ড।’ 
দিল্লি লাগোয়া বৈশালী সেক্টর-তিনের সর্বজনীন শ্রীশ্রী কালীপুজো সমিতির এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির। পুজোর থিম উত্তরাখণ্ড। কমিটির সম্পাদক সূর্যসারথি রায় বলেন, ‘শুধুমাত্র কাঁচা বাঁশ দিয়ে তৈরি মণ্ডপ ভিন্নরকম।’ ময়ুর বিহার ফেজ-থ্রির বঙ্গীয় ঐক্য সম্মিলনীরও আয়োজন কেদারনাথের মন্দির। আলোর সাজে আর আয়োজনে মন্দিরের অন্দরে দেবীমূর্তির রূপ শিবানি, জানিয়েছেন সম্মিলনীর সভাপতি তমাল ভদ্র।
ওদিকে, চিত্তরঞ্জন পার্কের ‘মেলা গ্রাউন্ডে’র পুজোয় এবার গোটা দিল্লির মধ্যে সবচেয়ে বড় প্রতিমা হচ্ছে বলেই জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য বিশ্বরূপ বিশ্বাস। প্রতিমার উচ্চতা সাড়ে ২১ ফুট। ষষ্ঠীতে যার উদ্বোধন করবেন দিল্লির লেফটন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। পুজো কমিটির সভাপতি  দেবাশিস সেন বলেন, আমাদের পুজোই দিল্লির সবচেয়ে বড় এলাকারও পুজো বটে। প্রতিদিন ৬০০ কিলো চাল-ডালের খিচুড়ি হবে রান্না। 
অন্যদিকে, বিসর্জনের ক্ষেত্রে যমুনায় প্রতিমা নিরঞ্জনে মানা। তাই দিল্লি সরকার তৈরি করেছে সিমেন্ট বাঁধানো কৃত্রিম পুকুর। ৬০ ফুট লম্বা-চওড়া, পাঁচ ফুট গভীর আটটি পুকুর কেটে পূর্ব দিল্লির ৩৮ টি পুজোর প্রতিমা বিসর্জন হবে বলেই জানিয়েছেন পূর্বাঞ্চল বঙ্গীয় সমিতির সচিব মৃণাল বিশ্বাস।  অন্যদিকে, প্রতীকী হলেও দিল্লির সবচেয়ে পুরনো কাশ্মীরি গেটের পুজোও (১১৪ বছর) বরাবরের মতো এবারও গরুর গাড়িতে মা দুর্গাকে চড়িয়ে বিসর্জনে নিয়ে যাওয়ার রীতি বজায় রাখবে বলেই জানিয়েছেন পুজো কমিটির চেয়ারম্যান সমরেন্দ্র বসু। 
থিমের ক্ষেত্রে কালীবাড়ি ময়ূরবিহার সমিতি ফেজ-ওয়ানের পুজোয় তুলে আনা হচ্ছে হারাতে বসা পুতুল নাচের ইতিকথা। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে কাপড়ের তৈরি হাজারো পুতুল। আয়োজকদের অন্যতম সদস্য অমিতাভ দত্ত জানান, ছোটদের আনন্দ দিতে পুতুল নাচও হবে। ময়ূরবিহার ফেজ ওয়ানের ‘মিলনী কালচার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে’র আয়োজন বিষ্ণুপুরের টেরাকোটা। পাঁচমুড়া থেকে এসেছে ভগবান বিষ্ণুর দশাবতার ফুটিয়ে তোলা পোড়া মাটির ব্লক। 
পাহাড়গঞ্জে আরামবাগ পুজো কমিটির এবারের উদ্যোগ ‘সবুজ পৃথিবীর অন্বেষণে।’ বিশ্ব উষ্ণায়ন রুখতেই এই থিম বলেই জানিয়েছেন পুজো কমিটির সভাপতি অভিজিৎ বসু। গ্রেটার নয়ডা মাতৃপীঠ কালিবাড়ি তুলে ধরছে ত্রিভুবনের ত্রিনয়ন। মেহরলির আমরা সবাই পুজো কমিটির ঘরোয়া আয়োজনে মেতেছে দিল্লির বাসিন্দাদের একাংশ। নয়ডা সেক্টর-৬১র ‘বলাকা’ পুজো কমিটির থিম সোনার বাংলা। প্রবাসী বাঙালিরা যাতে বাংলাকে ভুলে না যান, তার উদ্দেশে এহেন উদ্যোগ বলেই জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক কল্যাণ রায়চৌধুরী।
বৈশালী সেক্টর-তিন ও সফদরজং মাতৃমন্দির- নিজস্ব চিত্র
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা