নায়েব থাকাকালীন একাধিক পুষ্করিণী খনন করিয়েছিলেন, জনপদটির নাম হল দত্তপুকুর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জটাধারী দত্ত খেতে বসেছিলেন। সেদিন তাঁর ভাতে ছাই ফেলে দেওয়া হয়েছিল। ক্রোধে অগ্নিশর্মা হয়ে বাংলাদেশ থেকে একবস্ত্রে অবিভক্ত বাংলাদেশের ২৪ পরগনায় চলে আসেন। ধীরে ধীরে সেখানে নিজের জায়গা তৈরি করেন উদ্যোগী এই পুরুষ। নদীয়ার রাজার নায়েব হয়ে ওঠেন। এই ঘটনা প্রায় ৪০০ বছর আগের। তারপর জমিদারি পত্তন করেন। সে সময় জটাধারী একাধিক পুকুর খনন করেন ওই এলাকায়। তারপর এলাকাটি মুখে মুখে দত্তপুকুর হয়ে যায়। ১৬৩০ সালে দত্তপুকুরের নিবাধুই এলাকায় দুর্গাপুজো শুরু করেন জটাধারী। তখন থেকেই পুজো হয়ে আসছে দত্ত পরিবারে। 
বাড়ির চণ্ডীদালানে দুর্গার পুজো হয়। এখানে দেবী সিংহবাহিনী নন। সিংহের শরীরে ঘোড়ার মুখ। বিসর্জনের সময় সিঁদুর খেলার পর একটি পাত্রে দই রাখার রেওয়াজ। তাতে হাত দিয়ে বসে থাকেন বাড়ির এক কোনও প্রবীণ সদস্যা। যতক্ষণ না বিসর্জনের পর পরিবারের সদস্যরা বাড়ি ফিরছেন ততক্ষণ একইভাবে বসে থাকতে হয় তাঁকে। পরিবারের বর্তমান সদস্য তারাশঙ্কর দত্ত বলেন, ‘এই পুজোতে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর পুজোয় আর্থিক সহায়তাও করেছেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও পুজো দেখতে আসতেন।’ পরিবারের অপর এক সদস্য রাজীব দত্ত বলেন, ‘পরিবারের কয়েকটি পুকুর থেকে উপার্জন হয়। এছাড়া নিবাধুই বাজারের ব্যবসায়ীদের থেকেও প্রণামী নেওয়া হয়। এই টাকায় পুজোর কিছুটা খরচ ওঠে।’ - নিজস্ব চিত্র
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা