ইউক্রেন-রাশিয়া, গাজা-ইজরায়েলের যুদ্ধ পুজোয় বিশ্বশান্তির বার্তা উদয় সঙ্ঘের

নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ: দেবীর পায়ের কাছে করজোড়ে বসে মহিষাসুর। মা দুর্গার দশ হাতে নেই অস্ত্র। তার বদলে দশ হাতে দশটি পদ্মফুল ধরে রয়েছেন তিনি। দেবীর চার সন্তানের হাতেও শুধুই পদ্মফুল। এই অভিনব প্রতিমার মাধ্যমে বিশ্বশান্তির বার্তা দিতে চাইছে রানিগঞ্জ রাজবাড়ি মোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি। রানিগঞ্জ উদয় সঙ্ঘের এই পুজো কমিটি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-হামাস যুদ্ধের বীভৎসতার বিরুদ্ধে তাঁরা বার্তা দিতে চান। পুজোয় দেখা যাবে, এই সমস্ত যুদ্ধের বিভীষিকা দেখে মহিষাসুরও স্তম্ভিত। তিনি সব অশান্তি ছেড়ে শান্তি চান। তাই দেবীও সবা‌ই঩কে অভয় ও শান্তির বাণী দিচ্ছেন। থিম প্রস্তুতকারক পুলক ঘোষাল বলেন, গৌতম বুদ্ধের জীবনাদর্শে উদ্ধুদ্ধ হয়ে কবিগুরু সৃষ্টি করেছিলেন তাঁর অনন্য গান ‘বরিষ ধরা মাঝে, শান্তির বারি’। গানের এই ক’টি শব্দই পুজোর থিমের অঙ্গ।
রানিগঞ্জের বিশাল রাজময়দানে এই পুজো হয়। মণ্ডপের উপরে থাকছে বিশাল শিবমূর্তি। দর্শনার্থীরা যেখান দিয়ে প্রবেশ করবেন, সেখানে বিশাল আকারের মানুষের পূর্ণাবয়ব মূর্তি। সেই মূর্তি নতজানু হয়ে প্রণাম করছে। আর রয়েছে বরদানের মুদ্রায় দুই বিশাল হাত। মণ্ডপের কিছুটা ভিতরে ঢুকলেই দেখা মিলবে শান্তির প্রতীক একঝাঁক পায়রার। মূল মণ্ডপের সামনেই এক বিশাল বুদ্ধমূর্তি। তার ঠিক পিছনেই দেবীপ্রতিমা। মণ্ডপের বড় অংশ বেগুন ও পেঁপে গাছের ডাল ও নানা পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে গড়ে উঠেছে।
উদয় সঙ্ঘের সম্পাদক দীপক গোপ বলেন, বিশ্ব আজ অশান্ত। দেশে দেশে যুদ্ধ। বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা। মানুষের শান্তির খোঁজ করছেন। তাই মা যে মর্তে শান্তি ছড়িয়ে দিতে আসছেন, তা তুলে ধরা হয়েছে। 
পুজো কমিটির সভাপতি যুগলকিশোর গুপ্ত বলেন, পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন হবে। দ্বাদশীর দিন বিসর্জন। পুজো কমিটির সম্পাদক মোহন গোপ বলেন, পুজো উপলক্ষে মাঠে মেলা বসে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। -নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা