বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

নজর কাড়ছে মহিলা পরিচালিত আমরা সবাই কমিটির পুজো 

সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলায় নজর কাড়ছে মহিলা পরিচালিত সুভাষপল্লির ‘আমরা সবাই’ কমিটির পুজো। এবার তাদের পুজো অষ্টম বর্ষে। এর মধ্যেই শহরে আলাদা করে নজর কেড়েছে এই পুজো। বিগ বাজেট না হলেও আন্তরিকতায় কোনও খামতি নেই।
সাহানাই বিবাহ ভবনের পাশে মণ্ডপ তৈরি করে পুজো হয়। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি পাড়ার মহিলারাই চাঁদা সংগ্রহ থেকে পুজোর সমস্ত আয়োজন করে থাকেন। পুজো কমিটির সভাপতি শম্পা দাশগুপ্ত বলেন, আমরা পাড়ার মহিলারাই এই পুজো করি। অষ্টমী, নবমী ও দশমীতে পাড়ার সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। আমরা বাজারে চাঁদা সংগ্রহ করি না। পাড়া থেকেই চাঁদা সংগ্রহ করা হয়। পুজোর কটাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট থেকে বড় সকলেই খুব আনন্দ করে। দশমীতে সিঁদুর খেলার মধ্য দিয়ে মায়ের বিসর্জন হয়। এই পুজো গোটা পাড়ার মহিলাদের আবেগ। সবাই সিঁদুর খেলতে আসেন। স্থানীয় অভিজিৎ দে ও অমিত দাস বলছেন, দেবী উমার আয়োজনে কোনও ত্রুটি রাখেন না পাড়ার মহিলারা। পুজোর কদিন সংসার সামলে দেবীর আরাধনায় যেভাবে সমস্ত কাজ করেন তা দেখে মনে হয় পাড়ার মহিলারাই যেন দশভুজা। 
পাড়ায় প্রায় ৮০০ পরিবারের বাস। পাড়া থেকে চাঁদা সংগ্রহের পাশাপাশ কেউ কেউ পুজোর একেক দিনের খরচের দায়িত্ব তুলে নেন। এর ফলে খুব সহজেই অল্প বাজেটেও পুজো হয়ে যায়। অষ্টমী ও নবমীতে পাড়ার সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। দশমীতে মাছ-ভাত খাওয়ানোর রেওয়াজ আছে। সেদিন বাসিন্দাদের পাশাপাশি বহু আমন্ত্রিত মানুষও হাজির হন।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা