বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

সাদা-নীল রঙে ইতিহাসের স্মৃতিচারণ, দমদম পার্ক তরুণ দলের পুজোমণ্ডপে

সুদীপ্ত রায়চৌধুরী, কলকাতা: রঙের অদৃশ্য সুতোর বাঁধনে কখনও কখনও বাঁধা পড়ে যায় ইতিহাস ও মানুষ। ‘সাদা-নীল’ রঙের মধ্যে দিয়ে অতীতের এক অধ্যায়ের দেখা মিলবে তরুণ দলের পুজোয়। ইতিহাসের বুননে সাদা-নীল রঙের ভূমিকা চিরকালই অনন্য। বাংলার প্রাচীন তাঁতিদের দক্ষতায় সাদা মসলিন হয়ে উঠেছিল বাতাসের স্পর্শ। প্রতিটি সুতোয় বোনা ছিল বাংলার জীবনের অনন্ত গল্প। অন্যদিকে, নীল ছিল ব্রিটিশ শাসন-শোষণের এক অন্ধকার পর্ব। সেই অধ্যায়ে বাংলার কৃষকদের রক্ত-ঘামে মিশেছিল বিষাক্ত নীলের রঙ। বাংলার মাটি হয়ে উঠেছিল বেদনার প্রতিচ্ছবি। মণ্ডপে ঢোকার মুখেই থাকছে অবিভক্ত ভারতে নীলচাষের মানচিত্র। দু’পাশের দেওয়ালজুড়ে কোথাও ‘নীল-দর্পণ’ নাটকের বিভিন্ন অঙ্ক, কোথাও মসলিন শিল্পীদের কর্মব্যস্ততার ছবি। ব্রিটিশ শাসকের পোশাক, রানি ভিক্টোরিয়ার মূর্তি ছাড়িয়ে কিছুটা এগলেই দেখা মিলবে সাদা গাত্রবর্ণের মাতৃপ্রতিমার। অঙ্গে নীলাভ শাড়ি। মণ্ডপের সর্বত্রও এই সাদা-নীলের ছোঁয়া। সেই রঙেই আঁকা হয়েছে ঔপনিবেশিক স্মৃতিকথা।
ইতিহাসের অধ্যায় পেরিয়ে ফেরা যাক আপন ঘরে। অন্দরের অন্তঃস্থলে। বাড়ি ফিরলেই একটা প্রশ্ন ঘুরে ঘুরে ফেরে আজীবন— মায়ের আঁচলের হলুদ গন্ধের কোনও কি বিকল্প আছে? নেই বোধহয়। জিয়া নস্টাল করা এই গন্ধের কাছে পৃথিবীর যে কোনও দামি সুগন্ধিও তুচ্ছ মনে হয়। পুজোর আগে আমাদের সঙ্গে নিয়ে মা যেত মামাবাড়িতে। সেখানে দাওয়ায় বসে আসন বুনত মা। বাড়িতে আসা চিনি বা চালের বস্তার উপরে বাতিল কাপড়ের পাড় ছিড়ে তৈরি করা সুতো দিয়ে। পরে সেই সুতোর জায়গায় ব্যবহার করা হতো উল। সেই সূচিশিল্পকেই দমদম পার্ক যুবকবৃন্দের পুজোয় ফুটিয়ে তুলছেন শিল্পী তাপস দত্ত। মণ্ডপজুড়ে তৈরি হচ্ছে খড়ের চালাঘর। সেখানে থাকবে মঙ্গলঘট, শঙ্খ, ফল-ফুলের মতো নকশা করা বিভিন্ন ধরনের আসন। যা তৈরি হচ্ছে ভুলে যাওয়া ভাষাফোড়, এলোফোড় ডিজাইন মেনে। আর মায়ের মামাবাড়ি যাওয়ার মতোই বছরে 
কয়েকটা দিনের জন্য উমাও ফেরে তার নিজের ভিটেতে। ভীষণভাবে ঘরোয়া উমাকেই মানুষ এখানে দেখতে পাবেন। সন্তান সহ মা দুর্গা যেমন অত্যন্ত ঘরোয়া, তেমনই 
অসুরও। দেবীর বাহন সিংহ এখানে রয়েছে বাড়ির পোষ্য বিড়ালের মতো। সব মিলিয়ে কলকাতার বুকে থেকেও এই পুজোজুড়ে পুরোদমে মাটির টান, নাড়ির টান অনুভব করবেন শহরবাসী।
শহরের ব্যাপ্তি ক্রমেই বাড়ছে। তার দাপটে চোখের সামনে থেকে মুছে যাচ্ছে প্রকৃতি। উধাও বনরাজি-জঙ্গল। অথচ প্রকৃতির ভারসাম্য রক্ষায় জঙ্গলের অবদান অনস্বীকার্য। সেকথা মনে করিয়ে দিতেই মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে লেকটাউন অধিবাসীবৃন্দ। জঙ্গলের পরিবেশে বাসরত উপজাতিদের আচার-ব্যবহার ও বেঁচে থাকার কথা ফুটিয়ে তুলছেন শিল্পী সুবল পাল। ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই মা দুর্গাকে দেওয়া হয়েছে বনদেবীর রূপ। তাঁর হাত ধরেই ফিরবে হারিয়ে যাওয়া প্রকৃতির চিরচেনা রূপ। এই প্রার্থনা নিশ্চয়ই পূরণ করবেন মা। বিশ্বাসে বুক বেধেছে ভক্তকুল।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা