বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

দাসকল গ্রামে সিংহবাড়ির দুর্গাপুজোয় দেবী ‘দ্বিভুজা’

সংবাদদাতা, বোলপুর: নানুরের দাসকল গ্রামের সিংহ পরিবারের দুর্গাপুজো ৩৫০ বছরেরও বেশি প্রাচীন। এই পরিবারের ২৪তম উত্তরপুরুষরা বর্তমানে এই পুজোর ধারক ও বাহক। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এই পরিবারেরই সন্তান। তাঁর তত্ত্বাবধানে এই পুজোর এখন অন্য রূপ পেয়েছে। পুজোর ক’দিন এলাকার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দাসকল গ্রামের সিংহ পরিবারের এই পুজো। কারণ, নিষ্ঠার সঙ্গে পুজো করার পাশাপাশি এলাকাবাসীদের নিয়ে একসঙ্গে পাত পেড়ে খাওয়া এ পুজোর অন্যতম বৈশিষ্ট্য। তাই উৎসবের চারদিন এলাকাবাসীর ঠিকানা হয়ে ওঠে সিংহ ভবন।
ইতিহাস থেকে জানা গিয়েছে, সিংহ পরিবারের আদি বাড়ি রাজস্থানে। বঙ্গে বারো ভুঁইয়ার বিদ্রোহ দমনের জন্য রাজস্থান থেকে এসেছিলেন যোধা বাঈয়ের ভাই বীর যোদ্ধা মান সিং। তিনিই বঙ্গে রাজপুতদের পাকাপাকি থাকার ব্যবস্থা করেন। তাদেরই একটা অংশ মুর্শিদাবাদে কাঁদিতে বসবাস শুরু করেন। সেই বংশেরই ২৪তম পুরুষ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।‌ তবে তাঁদের দুর্গাপুজোর ইতিহাস আরও চমকপ্রদ। স্বপ্নাদেশ পেয়েই এই পুজোর সূচনা। এই বাড়ির দুর্গাপুজোয় নেই সিংহ। এমনকী নেই অসুরও। মহিষাসুর না থাকায় প্রয়োজন হয় না অস্ত্রের। ‌তাই মা দুর্গা দশ হাতের পরিবর্তে এখানে পূজিত হন দ্বিভূজারূপে। শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি সবাইকে অভয় প্রদান করেন। তাই দেবী এখানে অভয়া নামে পরিচিত। সিংহ পরিবারের পাশাপাশি রাজ্যে আর মাত্র দু’টি জায়গায় মা অভয়ার পুজো হয়। 
ইতিহাস প্রসঙ্গে অভিজিৎবাবু বলেন প্রথম থেকেই পঞ্চমুন্ডির বেদিতে পুজো করা হতো। যা পারিবারিক পুজোয় দুর্লভ। সেই কারণেই পরবর্তীতে পরিবারের পূর্বপুরুষ নীলকণ্ঠ সিংহ মা দুর্গার স্বপ্নাদেশ পান। দেবী সেই বার্তায় বলেন, আমাকে পঞ্চমুন্ডির বেদিতে রণংদেহি রূপে নয়, বরং শান্তরূপে নিয়ে আয়। অর্থাৎ অসুর নিধন হয়েছে। আমি আর রণচণ্ডী মূর্তিতে থাকতে চাই না। তাই তিনি কৈলাসে যেমন থাকেন, সেভাবে পুজো করার আদেশ দেন। একইভাবে স্বপ্নাদেশ দিয়ে পুরোহিতকে পুজো পদ্ধতি ও মৃৎশিল্পীকে মূর্তির সঠিক রূপ ব্যাখ্যা করেন। এর পরদিন তাঁরা প্রত্যেকে পরিবারের বাকি সদস্যদের সেই স্বপ্নাদেশের প্রসঙ্গ তুলে ধরেন।‌ তারপর থেকে দেবীকে শান্ত, অভয়া ও দ্বিভুজা রূপে আরাধনা করা হয়। একচালার মূর্তিতে দেবী একহাতে অভয়দান করেন ও অন্য হাতে পদ্ম নিয়ে থাকেন। মা দুর্গাকে যে রীতিতে পুজো করা হয়, এখানে সেই নিয়মেই পুজো করা হয়। পরিবারের প্রবীণতম সদস্য ছবিরানি সিংহ বলেন, পঞ্চমীর দিন থেকেই বাড়িতে আত্মীয়রা আসতে শুরু করেন। পুজো কাটিয়ে দ্বাদশীর পর তাঁরা ফিরে যান না। কারণ কুলদেবী অভয়ার পুজোর পাশাপাশি একাদশীর দিন কুলদেবতা নারায়ণের পুজো হয়, সেই পুজো এড়িয়ে যাওয়া মানে অঘটন, এমনটাই মনে করেন সিংহ পরিবার। ষষ্ঠীতে বোধনের মাধ্যমে পুজোর সূচনা হয়েছে। - নিজস্ব চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা