বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

হৃদ্যতার সুরে পুজো শিলিগুড়ির হাফডজন সরকারি আবাসনে

সায়ন চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ফ্ল্যাটের চার দেওয়ালে বন্দি নিউক্লিয়ার ফ্যামিলিগুলি পুজোর সময় যেন একান্নবর্তী পরিবার। সকলে মিলে হাতেহাতে পুজোর আয়োজন, পাতপেড়ে পাশাপাশি বসে খাওয়া। এ এক বিরাট পরিবার। কয়েক দশক ধরে এই একাত্মতায় ভর দিয়ে দুর্গাপুজো হচ্ছে শিলিগুড়ির বিভিন্ন সরকারি আবাসনে। সেখানে থিমের প্রাধান্য নেই। ততধিক জমকালো আলোর আয়োজন নেই। রয়েছে সহযোগিতা আর অঢেল আনন্দ। শিলিগুড়ি শহর ও সংলগ্ন বিভিন্ন আবাসনে দুর্গাপুজোয় এযেন জিয়নকাঠি। কোনওটি ২৫, কোনওটিতে প্রায় ৪৫-৫০ বছর ধরে পুজো হচ্ছে। শহরের ছোট-বড় ক্লাবের পাশাপাশি ছ’য় থেকে সাতটি সরকারি আবাসন পুজোয় মেতে উঠেছে এবারও। 
ভক্তিনগর থানা সংলগ্ন ইস্টার্ন বাইপাসের পাশে রয়েছে হিমালয় কন্যা আবাসন। মহালয়া থেকেই আলোর মালায় সেজেছে বিরাট এই সরকারি আবাসন। ‘ফেজ ওয়ানে’ পুজো শুরু হয় নয়ের দশকে। সময়ের ব্যবধানে ‘ফেজ টু’ গড়ে উঠলে সেই ক্যাম্পাসেও পুজো শুরু হয়। সেই থেকে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে এই আবাসনে জোড়া দুর্গাপুজো হচ্ছে। পাঁচশোর বেশি পরিবার নিয়ে আবাসনে এখন সাজো সাজো রব। নানা রঙের কাপড়ে মণ্ডপ সাজানো হয়েছে। পঞ্চমীতে ঠাকুর এসেছে। ষষ্ঠীতে মায়ের বোধনে অংশ নেন আবাসিকরা। পুজোর চারদিন আবাসনের সকলে খাওয়া-গল্প-আড্ডায় মেতে ওঠেন। ছোটদের জন্য থাকে বসে আঁকো সহ নানা ধরনের প্রতিযোগিতা। সন্ধ্যায় আবাসনের মহিলারা শঙ্খ ফুঁ, ধুনুচি নাচের মতো নানা প্রতিযোগিতার আয়োজন করেন। 
মাটিগাড়ার হিমাঞ্চলবিহার শহরের অন্যতম পুরনো সরকারি আবাসন। ২০০ পরিবার নিয়ে এই পুজোর আয়োজন করেছে হিমাঞ্চলবিহার দুর্গাপুজো কমিটি। কমিটির তরফে তমাল বসু জানান, এবার তাঁদের পুজোর ২০ তম বর্ষ। বাজেট তিন লক্ষ টাকা। পুজোর চারটে দিন ছোটদের নিয়ে বসে আঁকো, ধুনুচি নাচ এবং মহিলাদের জন্য শঙ্খ ফুঁ প্রতিযোগিতা থাকছে। 
শহরের আরএক প্রান্তে রয়েছে পি অ্যান্ড টি আবাসন। শক্তিগড় সংগলগ্ন এই আবাসনে গত চার দশকের বেশি সময় ধরে পুজো হয়ে আসছে। এখানে ষষ্ঠীর দুপুর থেকেই কচিকাঁচাদের ভিড়। মণ্ডপের সামনে মোবাইলের গেম খেলতে ব্যস্ত, বিট্টু, রনি ও দীপের মতো কিশোররা জানাল, প্রতিবছরই আমরা পুজোর ক’দিন হইহই করে কাটাই। 
এস এফ রোডের পাশে রয়েছে মিলনপল্লি সরকারি আবাসন। সাদা গোলাপি কাপড় দিয়ে সেখানে মণ্ডপ গড়া হয়েছে। লাগানো হয়েছে বড় বড় ঝাড়বাতি। একচালা প্রতিমা। রংবাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। সেভক রোডের দুই মাইলে পাওয়ার হাউসের আবাসনেও প্রতিবারের মতো এবারও উমার আরাধনায় মেতেছেন আবাসিকরা। এই পুজোও কয়েক দশক পুরনো। একইভাবে শহরের বিভিন্ন বেসরকারি আসবনের আবাসিকরাও দুর্গাপুজোর আয়োজন করেছেন। সীমিত সাধ্য এবং একাত্মতা নিয়ে পুজোর চারটে দিন হইহই করে কাটবে আবাসিকদের। 
(শিলিগুড়ির হিমালয় কন্যা আবাসনের (ফেজ - টু) প্রতিমা। - নিজস্ব চিত্র।)
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা