বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

ময়নামাতা কালীবাড়িতে কুমারীপুজো অষ্টমীতে, দশমীতে বিলি পান্তা প্রসাদ

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: গত বছরের মতো এ বছরেও কুমারী পুজোর আয়োজন করছে ময়নাগুড়ির ময়নামাতা কালীবাড়ি দুর্গাপুজো কমিটি। এ বছর এই পুজোর ১০৫ তম বর্ষ। ময়নাগুড়ির বহু পুরাতন এই পুজোয় প্রতিবছর হাজার হাজার ভক্তের ঢল নামে। ময়নামাতা কালীবাড়ি প্রাঙ্গণে পুজোর আয়োজন করা হয়েছে। অষ্টমীতে কুমারী পুজোর পাশাপাশি এই পুজোর বিশেষ আকর্ষণ পান্তা প্রসাদ। দশমীতে অপরাজিতা পুজোর পর পান্তা প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি দশমীতে অস্ত্র পুজোও হয় এখানে। ১০ বছর ধরে এই পুজোয় পুরোহিতের দায়িত্বে রয়েছেন দিব্যেন্দু চক্রবর্তী। ময়নামাতা কালীবাড়ি দুর্গাপুজো কমিটির পুজো ময়নাগুড়িবাসীর মঙ্গল কামনায় প্রতিবছর হয়ে আসছে। 
এ বছর পুজো কমিটির সভাপতি রঞ্জিত দেবনাথ। সহ সভাপতি সুকুমার সাহা, দেবেশ বল। যুগ্ম সম্পাদক বিমান রায়চৌধুরী ও আবির দাস। সহ সম্পাদক সমরেশ রায়। কোষাধ্যক্ষ অসীম চট্টোপাধ্যায়। হিসেবরক্ষক সুনীল কর্মকার ও সুব্রত কর্মকার। 
আজ থেকে ১০৫ বছর আগে ময়নাগুড়ির বিভিন্ন এলাকার মানুষ এই পুজোর সূচনা করেছিল। এই পুজোয় অন্যান্য পুজোর মতো আড়ম্বর না থাকলেও এখানে ভক্তি প্রাধান্য পায়। সেই কারণেই অষ্টমীতে প্রায় দুই হাজার ভক্ত একত্রিত হয়ে অঞ্জলি দেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে এবার শুরু হবে কুমারী পুজো। এবার কুমারী হিসেবে পূজিত হবেন ৯ বছরের সৃজিতা শিকদার। 
পুজোয় পঞ্চমীতে হয়েছিল দেবীর বোধন। কালীবাড়ির বেলতলিতে দেবীর বোধন হয়েছিল। ষষ্ঠীতে চণ্ডীর ঘট ও অধিবাসের ঘট বসেছে। আজ, সপ্তমীতে রয়েছে মহাকাল পুজো। পুজো কমিটির যুগ্ম সম্পাদক আবির দাস বলেন, ময়নাগুড়িবাসীর দাবি মেনে দু’বছর ধরে আমরা কুমারী পুজোর আয়োজন করছি। এই পুজো দেখতে প্রচুর মানুষ আসে। শুধু ময়নাগুড়ি ব্লক নয়, পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকেও প্রচুর মানুষের সমাগম হয়। দুর্গা প্রতিমা তৈরি করেছেন বুলেট রায়। মণ্ডপ ও আলোর কাজ করেছেন স্থানীয় শিল্পী মানিক শর্মা। দশমীর দিন এবারও আমরা ভক্তদের পান্তা প্রসাদ বিতরণ করব। -নিজস্ব চিত্র।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা