বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

সাবেকিয়ানা ও থিমের মিশেলে দুর্গোৎসব, মাতোয়ারা সুন্দরবন

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা; বছরের বেশিরভাগ সময় বাঘ, কুমির, বিষধর সাপ ইত্যাদি নিয়েই শিরোনামে উঠে আসে সুন্দরবন। কখনও আবার নদী বাঁধ ভেঙে অথই জলে পড়েন বাসিন্দারা, অতি বর্ষায় প্লাবিত হয় এলাকা। বছরের একটা বড় সময় এ নিয়েই লড়াই চলে গ্রামবাসীদের। কিন্তু সে সব বাধা-বিপত্তি দূরে ঠেলে উৎসবে মেতে উঠতে চায় সুন্দরবনের বিভিন্ন গ্রামের মানুষ। তাই বিরাট জাঁক না থাকলেও থিম এবং সাবেকিয়ানার মিশ্রণে গ্রামের মানুষদের আনন্দ দিতে প্রস্তুত বিভিন্ন পুজো কমিটি।
বাসন্তী গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার নারী শক্তির আহ্বানকে থিম হিসেবে তুলে ধরেছে। এ নিয়ে কমিটির সম্পাদক চিন্টু দাসশর্মা বলেন, পুরনো দিনে যেসব মহিলারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাঁদের কথাই মণ্ডপে তুলে ধরা হবে। থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে গোটা মণ্ডপ। ২৯ বছরে পা দিতে চলেছে এই পুজো। বাজেট সাড়ে চার লক্ষ টাকা। মহাষষ্ঠীর দিন এই পুজোর উদ্বোধন হওয়ার কথা।
ঝড়খালি সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাসন্তীর অন্যতম পুরনো ও প্রাচীন পুজোর মধ্যে একটি। এবার তাদের থিম নবদুর্গা। মণ্ডপে থাকছে বড় চমক। এবার তারা ৬০ ফুট উঁচু মণ্ডপ করেছে। মা দুর্গার নটী রূপকে দেখানো হবে এখানে। মূল প্রতিমার উচ্চতা ১৫ ফুট এবং বাকি আটটি রূপের দুর্গার উচ্চতা ছ’ফুট। এই পুজোর বয়স ৬৬ বছর। বাজেট সাড়ে চার লক্ষ টাকা। পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন হবে।
৫৭ তম বর্ষে পদার্পণ করছে বাসন্তীর নফরগঞ্জের বিরিঞ্চিবাড়ি কুমিরমারি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। সাবেকিয়ানার পুজোতেই বিশ্বাসী তারা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সব মিলিয়ে পুজোর খরচ প্রায় সাত লক্ষ টাকা, জানিয়েছেন কোষাধ্যক্ষ জয়দেব মণ্ডল। চমক থাকছে মণ্ডপে। কারণ এবার তারা ৫০ ফুট উঁচু মণ্ডপ তৈরি করেছে। ষষ্ঠীর দিন উদ্বোধন হবে এই পুজো। এদিকে, গোসাবার রামনগর হরিশপুর কচুখালি পঞ্চদশ দুর্গোৎসব কমিটি ৭৪ তম বছরে পা দিল। তারা এবার কন্যাশ্রী থিম মণ্ডপে ফুটিয়ে তুলতে চাইছেন উদ্যোক্তারা। এই প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা এবং তার জেরে মেয়েদের জীবনে কী কী পরিবর্তন এসেছে, সেটাই মূলত তুলে ধরা হয়েছে এখানে। অন্যদিকে, গোসাবা সর্বজনীন পুজো কমিটির এবার ৮৩ তম বছর। সাবেকিয়ানা পুজোতেই তারা দর্শনার্থীদের আকৃষ্ট করতে চাইছে। গোসাবা বাজারের পাশে অবস্থিত এই পুজো এই দ্বীপাঞ্চলের অন্যতম পুরনো পুজো হিসেবেই পরিচিত। 
রাধাবল্লভপুর সর্বজনীনের মণ্ডপ।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা