বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

বিত্তশালী হরিলালের পুজো এখন গ্রামবাসীদের কাঁধেই

বলরাম দত্তবণিক, রামপুরহাট: একসময় শখে মন্দির নির্মাণ করে দুর্গাপুজোর সূচনা করেছিলেন ময়ূরেশ্বরের রামনগর গ্রামের পূর্ব পাড়ার বিত্তশালী হরিলাল সিংহ। বর্তমানে তাঁর বংশধররা কেউ নেই। তবুও একশো বছরেরও বেশি পুরনো পুজো আজও অমলিন। প্রাচীন এই পুজো টিকিয়ে রাখতে গ্রামবাসীরা এগিয়ে এসেছেন। পারিবারিক পুজো এখন সার্বজনীন। প্লাস্টার খসে ইট, চুন, সুড়কি বেরিয়ে পড়া বড় বড় থাম নিয়ে ঠাকুরদালানে মৃন্ময়ী মূর্তি গড়ে দেবী দুর্গার বন্দনা করছেন পাড়ার বাসিন্দারা।
রামনগর গ্রামে একাধিক প্রাচীন দুর্গামন্দির রয়েছে। যার মধ্যে অধিকাংশই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জনশ্রুতি, বিশাল এই গ্রামে একটা সম ২৪টি দুর্গাপুজো হতো। কমতে কমতে এখন ছ’টিতে এসে ঠেকেছে। পূর্বপাড়ার মন্দিরটিরও জীর্ণদশা। ১৩২০ বঙ্গাব্দে শ্রী হরিলাল সিংহ  এই মন্দির প্রতিষ্ঠা করে দুর্গার আরাধনা শুরু করেছিলেন। মন্দিরটি অপূর্ব স্থাপত্য শৈলীর অন্যতম দৃষ্টান্ত বলা যেতে পারে। মন্দিরের সম্মুখে  চারটি খিলান যুক্ত অলিন্দ। মূল বারান্দায় পঙ্খের কাজ। খিলানের মধ্যেও স্বল্প কারুকার্য রয়েছে। হরিলাল সিংহ মারা যাওয়ার পর বংশধররা পুজো চালিয়ে এসেছেন। কিন্তু বর্তমানে এই পুজো চালিয়ে যাওয়ার মতো বংশধরদের কেউ নেই। ফলে অনিশ্চয়তার মুখে পড়ে যায় পূর্বপাড়ার একমাত্র দুর্গাপুজো। মুখভার হয়ে পড়ে কচিকাঁচাদের। সেই সময় প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো বাঁচাতে এগিয়ে আসেন গ্রামের বাসিন্দারা। পুজো প্রস্তুতি থেকে আয়োজনের সমস্ত দায়িত্ব কাঁধে নেন তাঁরা। একদা পারিবারিক পুজো আজ পাড়ার বাসিন্দাদের মিলিত উদ্যোগে সার্বজনীনে পরিণত। জরাজীর্ণ ভগ্নপ্রায় মন্দিরে এক চালার মৃন্ময়ী মূর্তি গড়ে পাঁচবছর ধরে পুজো করে আসছেন তাঁরা। এখানে কোনও বলিপ্রথা নেই। অন্ন নয়, দেবীকে ফলের ভোগ নিবেদন করা হয়। গ্রামবাসী রাধাকান্ত চন্দ্র, সুজয় ঘোষালরা বলেন, প্রাচীন এই মন্দিরের নানা জায়গায় ফাটল ধরেছে। শিল্পকর্ম খসে পড়ছে। যে কোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা চাই প্রচীন এই মন্দির সংস্কারে এগিয়ে আসুক প্রশাসন। তা হলেই পুজোর ধারাবাহিকতা বজায় থাকবে। - নিজস্ব চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা