বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

৬৫টি ‘সনাতন রুদ্র’ প্রতিমায় সেজে উঠল শহর-শহরতলি, ঊনসত্তরেও অক্লান্ত পদ্মশ্রী

অতূণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: তাঁর প্রতিমা আজও চোখ জুড়িয়ে দেয় আপামর দর্শকের। বাংলার মৃৎশিল্পে তিনিই প্রথম পদ্মশ্রী। চলতি বছরের জানুয়ারিতে সেই ঘোষণা হয়েছে। তারপরও ব্যস্ততা একচুল কমেনি সনাতন রুদ্র পালের। গত মার্চে ঊনসত্তরে পা দিয়েছেন। কিন্তু বয়স থাবা বসাতে পারেনি শিল্পীর আঙুলে। এবারের দুর্গাপুজোতেও ৬০ জন সহকর্মীকে নিয়ে উদয়াস্ত পরিশ্রম করেছেন। গড়েছেন ৬৫টি প্রতিমা। নামী-অনামী সেই সব মণ্ডপের বাইরে প্রতিমা শিল্পীর নামের পাশে জ্বলজ্বল করছে ‘পদ্মশ্রী’ লেখাটি। ফাঁকা হয়ে আসা স্টুডিওয় বসা প্রবীণের মুখে যুদ্ধজয়ের হাসি। সনাতনবাবু এখনই হাতের তুলি নামিয়ে রাখতে রাজি নন। বরং বলছেন, ‘পদ্ম পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়েছে।’ আগামী দিনেও নিজের কাজের সুনাম অক্ষুণ্ণ রেখেই প্রতিমা তৈরি করতে চান তিনি।
বাবা বিখ্যাত মৃৎশিল্পী মোহন বাঁশি রুদ্র পাল। বাংলাদেশের বিক্রমপুরের মৃৎশিল্পী রাখাল পাল, নেপাল পাল, মোহন বাঁশি রুদ্র পালেরা কর্মকুশলতার ছাপ রেখেছেন কলকাতার কুমোরটুলিতে। মৃৎশিল্পে একটি বিশেষ ঘরানা তৈরি করেছেন, যা অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। রুদ্র পাল বংশের সনাতন সেই ঘরানাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। পারিবারিকভাবেই হাতেখড়ি প্রতিমা গড়ায়। বছর দশেক বয়স থেকেই মাটির সঙ্গে সম্পর্ক শুরু। কাজ শেখা। তারপর পড়াশোনা শেষ হতে ধীরে ধীরে নিজেই হাত লাগান প্রতিমা গড়ায়। ১৯৯৮ সালের গোড়াতেই কুমোরটুলির পারিবারিক ব্যবসার জায়গা ছেড়ে স্টুডিও তুলে আনেন খান্না মোড়ের কাছে। তারপর ক্রমশ বাড়ে ব্যস্ততা। ভাস্কর রমেশ পালের পরবর্তীতে কলকাতার কলেজ স্কোয়ার, একডালিয়া এভারগ্রিন, পার্ক সার্কাস সহ একাধিক বড় পুজোর সঙ্গে সমার্থক তাঁর নাম। এমনকী আমহার্স্ট স্ট্রিটের বিখ্যাত কালী পুজোর প্রতিমার গড়ার দায়িত্বও সনাতনী কাঁধে।
বর্তমানে গুরু দত্ত লেনের বড় স্টুডিওতে বসেই কাজ সামলান পদ্মশ্রী শিল্পী। সেই জয়ন্তী আর্ট মিউজিয়ামে বসে সনাতনবাবু জানালেন, ‘আমার গুরুদেব ও বাবা- জ্যাঠাদের আশীর্বাদেই সম্ভব হয়েছে পদ্ম পুরস্কার প্রাপ্তি। প্রতিবার দুর্গা প্রতিমার চোখ আঁকার সময় আমি শুধু তুলি ধরি। বাকিটা মা করিয়ে নেন। আজ যে হাজার হাজার মানুষ প্রতিমা দেখে আনন্দ পাচ্ছেন, তা সম্পূর্ণ ঈশ্বরের কৃপা। প্রতি বছর ডিসেম্বরের শেষ থেকেই সাজ সাজ রব শুরু হয় স্টুডিওয়। বৈশাখ পড়লেই দুর্গা প্রতিমার কাঠামো গড়ার কাজ। আগামী দিনেও এভাবে কাজ করে যেতে চাই।’ পুরস্কার নয়, কর্মেই যে তাঁর বিশ্বাস! -নিজস্ব চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা