তেহট্ট হাইস্কুল পাড়ায় প্রথমবার মহিলা পরিচালিত পুজো ঘিরে ব্যাপক উন্মাদনা

সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট হাইস্কুল পাড়ায় এবছর প্রথমবার মহিলা পরিচালিত রানী রাসমনী সর্বজনীন দুর্গা পুজো নিয়ে ব্যাপক উন্মাদনা এলাকায়। রানী রাসমনী সর্বজনীন দুর্গা পুজো কমিটির থিম এবার শান্ত শিষ্ট গ্রাম বাংলা। প্রতিমা একচালার। এখানে গেলে দর্শনার্থীদের মনে হবে কোনও এক গ্রামে পৌঁছে গিয়েছেন। এখানকার পরিবেশ শান্ত । নেই কোনও শব্দদানবের অত্যাচার। মহিলা পরিচালিত এই পুজোর অন্যতম উল্লেখযোগ্য বিষয় এই পুজোর সব কিছু মহিলারা নিজে হাতে করছে। চাঁদা তোলা থেকে শুরু করে প্যান্ডেল কেমন হবে, প্রতিমা মণ্ডপে আনা, বাজার করা সব। পাড়ার পঞ্চাশ টি পরিবার থেকে চাঁদা দিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছে। ষষ্ঠীর দিন এই পুজোর উদ্বোধন করেন চিকিৎসক ধৃতোষ রায়। এদিন দুঃস্থদের বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। 
পুজো কমিটির সম্পাদিকা উমা বিশ্বাস বলেন, আমাদের হঠাৎ করে মনে হয়েছিল সব পাড়ায় পুজো হয়। আমাদের এই এলাকায় পুজো হয় না। তাই আমরা পাড়ার মহিলারা একদিন বিকালে পুজো করার জন্য আলোচনা করেছিলাম। পুজোর মাস খানেক আগে আমরা মহিলারা পাড়ায় একটা মিটিং ডাকি। সেই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় পুজো করার। তারপরে দিন রাত পরিশ্রম করে এই পুজো করছি। পুজো কমিটির সভানেত্রী প্রীতি বিশ্বাস বলেন, আমরা প্রথম বারের পুজোতে ৪০ জন দুঃস্থ মহিলাকে নতুন কাপড় ও ১০ জন দুঃস্থ মানুষকে কম্বল দিয়েছি। যেটা আমরা প্রতিবার করার মনস্থির করেছি। আগামী দিনে আমাদের পুজো আরও বড় করার আশা রাখছি। সদস্যা মধুমিতা মণ্ডল বিশ্বাস বলেন, আমরা এবার নিজেদের পুজোতে সব কিছু নিজেরা করছি বলে আনন্দ পাচ্ছি। অঞ্জলি নিজেদের মণ্ডপে দেওয়ার আলাদা অনুভুতি হচ্ছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার
পাউন্ড
ইউরো
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা