বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

মায়ের জন্য সাজানো হয় সুসজ্জিত বিছানা, হেঁটেই বেদিতে অধিষ্ঠান করেন দেবী

সুখেন্দু পাল, বর্ধমান: অষ্টমীর দিন মায়ের জন্য পাতা হয় ধবধবে সাদা বিছানা। সন্ধিক্ষণে সুসজ্জিত শয্যার উপর দি঩য়েই মা হেঁটে বেদিতে অধিষ্ঠান করেন। তার প্রমাণ অতীতে বহুবার পাওয়া গিয়েছে। এমনই বিশ্বাসের উপর ভর করে এখনও অষ্টমীর দিন মন্দিরে মায়ের জন্য মাদুর, তোশক, বালিশ, চাদর দিয়ে বিছানা পাতা হয় বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের প্রামাণিক বাড়ির মন্দিরে। প্রতি বছরই নতুন বিছানা সাজিয়ে দেওয়া হয়। 
এই পুজোর ইতিহাস বহু প্রাচীন। একসময় মা জঙ্গলের মধ্যে ছিলেন। পরে স্বপ্নাদেশে মা’কে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। প্রাচীন মন্দিরের পুজো ঘিরে এলাকার বাসিন্দাদের আবেগ জড়িয়ে রয়েছে। বিশেষ করে সন্ধিপুজোর সময় মন্দিরে বসার জায়গা পাওয়া দায় হয়ে ওঠে। অষ্টমীর দিন মায়ের সামনে ১০৮টি প্রদীপ জ্বালানো হয়। দেওয়া হয় ১০৮টি পদ্ম। পরিবারের সদস্যরা বলেন, ২৬০বছর ধরে পুজো হয়ে আসছে। মা আগে বনের মধ্যে পূজিত হতেন। তখন এটা ছিল নবাবের স্টেট। পরে স্বপ্নাদেশ পেয়ে মা যেখানে পূজিত হতেন সেখানেই প্রতিষ্ঠা করা হয়। মায়ের রূপের কোনও বদল আসেনি। মন্দিরে কোনওদিন বলি প্রথা ছিল না। এখনও বলি দেওয়া হয় না। প্রতিদিন ভোর ৪টের সময় আরতি হয়। নির্দিষ্ট সময়ে আরতি শুরু হয়। মায়ের মাহাত্ম্য অনেক রয়েছে। অনেক সময় মা দুর্যোগ থেকে রক্ষা করেছেন। বর্ষায় বৃষ্টি না হলে মায়ের কাছে প্রার্থনা করা হয়। আবার বৃষ্টি না থামলেও মায়ের কাছে আবেদন করলে কাজ হয়। এমন দৃশ্যর সাক্ষী বহুবার এলাকার বাসিন্দারা থেকেছেন। 
পরিবারের সদস্য চৈত্র প্রামাণিক বলেন, মহালয়ার আগেই মায়ের মূর্তি তৈরি হয়ে যায়। নির্দিষ্ট সময় মেনে চোখ আঁকা হয়। প্রাচীন মন্দিরে মায়ের পুজো হয়। 
সামনেই আটচালা রয়েছে। সেখানেই বসে এলাকার বাসিন্দারা পুজো দেখেন। অষ্টমী পুজোর সময় শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা মন্দিরে আসেন। সন্ধিপুজোর সময় মন্দিরের ছবিটাই যেন বদলে যায়। শুদ্ধ মন্ত্রোচ্চারণ, ঢাকের আওয়াজ মন্দিরে প্রতিধ্বনিত হতে থাকে। পুজোর নিয়মে কোনও হেরফের হয় না। পঞ্জিকা মতেই মায়ের পুজো শুরু হয়। 
এলাকার বাসিন্দারা বলেন, শহরজুড়ে থিমের পুজোর রমরমা। আলোর রোশনাই চোখ ধাঁধিয়ে দেয়। এসব ছেড়ে প্রামাণিক বাড়ির দুর্গা মন্দিরে হাজির হন অনেকেই। অষ্টমীর দুপুরে পুষ্পাঞ্জলি দিয়ে এক অন্য অনুভূতি পান ভক্তরা।

(বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের প্রামাণিক বাড়ির দুর্গা প্রতিমা। নিজস্ব চিত্র)
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা