বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

মুক্ত পাখি-ডোকরার থিম বারাসত-দত্তপুকুরে

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলায় পুতুল নাচের ব্যাপক চল ছিল এক সময়। পুজোপার্বণে আসর বসত। এখন বিনোদনের তালিকায় সেভাবে নেই পুতুল নাচ। এবার দুর্গাপুজোয় পুতুল নাচকে ফিরিয়ে আনছে অশোকনগরের গোলবাজার ব্যবসায়ী সমিতি। সপ্তমী থেকে দশমী এই চারদিন সন্ধে ছ’টা থেকে বসবে পুতুল নাচের আসর। হবে মহিষাসুরমর্দিনী পালা। নিখরচায় তা দেখার সুযোগ পাবে মানুষ। কৃষ্ণনগরের একটি দল এই প্রদর্শনী করবে। উদ্যোক্তা গুপি মজুমদার বলেন, ‘অতীতের স্মৃতিচারণার জন্য পুজোর অন্যান্য জৌলুস কাটছাঁট করা হয়েছে।’ 
অশোনগরে বেশ কয়েকটি পুজো ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ। তার একটি অশোকনগরের পাঁচের পল্লি দুর্গোৎসব। এবার ৬৯ তম বছরের পুজো তাদের। থিম, ‘যা পাখি উড়ে, তোকে উড়তে দিলাম’। থিমের বিষয়বস্তু, খাঁচায় বন্দি হয়ে গিয়েছে মানুষের জীবন। এই রোজনামচার পরিবর্তন করা দায়। কিন্তু তা থেকে বেরিয়ে আসাটাও অত্যন্ত জরুরি। মণ্ডপ তৈরি হয়েছে কৃত্রিম খাঁচা ও পাখি দিয়ে। কোথাও খাঁচা খোলা অবস্থায় রয়েছে। তা দিয়ে বেরিয়ে যাচ্ছে পাখি। মুক্তির সেই অনাবিল আনন্দকেই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জায়। অশোকনগরের মহিলা পরিচালিত পুজো বান্ধব সমিতিকে নিয়েও মানুষের উন্মাদনা রয়েছে। তারা গ্রামের হারিয়ে যাওয়া কুটির শিল্পকে কাজে লাগিয়ে মণ্ডপ সাজিয়েছে। বাঁশ ও ডোকরার বিভিন্ন সামগ্রীর বেশি কদর ছিল এককালে। কিন্তু এখন তা কম। ফলে ওই কাজে যুক্ত মানুষরা সমস্যায় রয়েছেন। শিল্পীদের সাহায্য করতে ডোকরার কাজ দিয়ে তৈরি করেছে মণ্ডপ। বিভিন্ন ধরনের ছবিও আঁকা হয়েছে মণ্ডপে। দুর্গার গায়ে মাটির গয়না। দত্তপুকুরের বাদু চণ্ডীগড়িতে বিশ্বাস বাড়ির পুজোয় রয়েছে সম্প্রীতির ছোঁয়া। এই পুজো ১৫ বছরে পা দিল। কুমোরটুলি থেকে মূর্তি আসে। প্রতিমা গাড়ি থেকে নামানো থেকে শুরু করে মন্দিরে স্থাপন করার কাজ করেন মুসলমান সম্প্রদায়ের মানুষ। পাশাপাশি পুজোর দায়ভারও থাকে তাঁদের কাঁধে। রণজিৎ বিশ্বাস নামে পরিবারের এক সদস্য বলেন, ‘আমাদের পুজো সম্প্রীতির বার্তা দেয়। এই এলাকায় আগে কোনও দুর্গাপুজো ছিল না। মানুষের সুস্থতা কামনায় এই পুজো হয়।’ 
এর পাশাপাশি বারাসত শহরেও পুজো নিয়ে শুরু হয়ে গিয়েছে মাতামাতি। এখানকার হেভিওয়েট পুজো হল ৪’এর পল্লি সর্বজনীন দুর্গাপুজো। তাদের এবার ৪৩ তম বর্ষ। থিম, ‘ভক্তিরূপে সিদ্ধি’। পুজোর বাজেট ৩০ লক্ষ। প্যান্ডেলের চারপাশের আবাসনকেও আলোয় সাজিয়ে তুলেছে এই পুজো কমিটি। এছাড়া মধ্যমগ্রামের এলআইসি কলোনি আবাসনের মহিলা পরিচালিত পুজো এবার চার বছরে পদার্পণ করল। তাদের থিম, ‘জীবনে যামিনী যাপন’। 
মহিলাদের হাতে আঁকা ছবি দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে। পাশাপাশি বারাসত ঘোষালপাড়ায় ৮’এর পল্লি সর্বজনীন পুজোর মণ্ডপ এবার এক টুকরো কেদারনাথ। মূর্তিতে এবার নজর কাড়ছে বারাসত নবপল্লি ঐক্যধাম সর্বজনীন দুর্গোৎসব। এবারের থিম, রুদ্রাক্ষের বেশে সাবেকি মাতৃপ্রতিমা। হাজারেরও বেশি রুদ্রাক্ষ দিয়ে সাজানো হয়েছে উমাকে। পঞ্চমীর সন্ধ্যা থেকে আশপাশের এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন। বারাসতের ১০ ওয়ার্ডের পায়োনিয়ার পার্কের একটি বৃদ্ধাশ্রমে এবছর থেকে শুরু হল দুর্গাপুজো।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা