কলকাতা

মদ্যপান ঘিরে বচসা, জখম তিন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেশার আসর ঘিরে ধুন্ধুমার। তবে, এবারের অভিযুক্তরা ছাত্র বা বন্ধু নয়, তাঁরা কর্মীদেরই আত্মীয় পরিজন। কালীপুজো উপলক্ষ্যে এলাকার কিছু বহিরাগত নিয়ে ‘ব্লু আর্থ’ বিল্ডিংয়ের পাশে মাঠের ধারে মদ্যপান করছিলেন তাঁরা। দ্রুত বেগে বাইকও চালাচ্ছিলেন। সোমবার রাত ১টা নাগাদ তা দেখে আপত্তি করেন বিশ্ববিদ্যালয়ের কিছু নিরাপত্তাকর্মী। বাধা পেয়ে মদ্যপরা চড়াও হয় নিরাপত্তাকর্মীদের উপরে। একজন নিরাপত্তাকর্মীর হাতে এবং আরেকজনের বুকে চোট লাগে। আরেকজনও জখম হন। গোটা ঘটনার কথা অভিযোগ আকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে। একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি যাদবপুর থানায় অভিযোগের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মদ্যপ পড়ুয়া বা বহিরাগতদের তাণ্ডব নতুন কিছু নয়। কয়েকবছর আগে দোলের দিন মদ্যপ অবস্থায় ক্যাম্পাসের জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছিল এক মেধাবী প্রাক্তনীর। প্রায়শই দৃষ্টিহীন পড়ুয়ারা মদ্যপ পড়ুয়া বা বহিরাগতদের দাদাগিরির অভিযোগ তোলেন। মত্ত অবস্থায় চালানো বাইকে ধাক্কা খেয়ে এর আগে জখমও হয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ে যখনই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, তার সঙ্গে নাম জড়িয়েছে কোনও না কোনও মদ্যপের। তাছাড়া, মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার পরেও ছাত্রদের একাংশের মধ্যে নেশার বিষয়টি নতুন করে সাধারণের সামনে উঠে আসে। সেখানে কর্মীদের পরিজনরাই যদি ক্যাম্পাসে আসর বসায় তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এক কর্তা বলেন, ক্যাম্পাসে স্টাফ কোয়ার্টার থাকায় পুরোপুরি এগুলি নিয়ন্ত্রণ করা কঠিন।
40m 15s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা