কলকাতা

সিআইডির তলব পেয়েই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন অর্জুন

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি বিধানসভা উপ নির্বাচনের ঠিক আগের দিন, অর্থাৎ ১২ নভেম্বর বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছে সিআইডি। চার বছরের পুরনো একটি মামলায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ। তাঁর কথায়, সিআইডি তলবের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। যদিও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ মানতে চাননি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যে সব দুর্নীতি করেছেন, তার প্রমাণ রয়েছে। নিজের আত্মীয়স্বজনকে কোটি কোটি টাকা পাইয়ে দিয়েছেন। সিআইডি তদন্তে সবকিছু উঠে আসবে। অর্জুনকে জেলেও যেতে হবে। 
অন্যদিকে, সিআইডির তলব প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অর্জুন বলেন, আমাকে ভয় দেখাবে বলে ওরা ডেকেছে। আমি যতদিন তৃণমূলে ছিলাম, আমি ভালো। বিজেপি যোগ দিতেই খারাপ হয়ে গেলাম। তবে তলবে সাড়া দিয়ে তিনি ১২ নভেম্বর ভবানী ভবনে সিআইডির সদর দপ্তরে হাজির হবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি অর্জুন।  
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। ২০১৯-এর লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পরেই ওই পুরসভার সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডির আর্থিক অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছিল। ২০২১ সালেও এই মামলায় অর্জুনকে তলব করা হয়েছিল। ইতিমধ্যে একবার তাঁকে ডাকা হয়েছে। নৈহাটিতে প্রচারে ব্যস্ত আছেন বলে যাননি। উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নৈহাটি সহ রাজ্যের ছ’টি বিধানসভা আসনের উপ নির্বাচন। ১১ নভেম্বর সন্ধ্যায় শেষ হবে প্রচারপর্ব।  
44m 36s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা