কলকাতা

উলুবেড়িয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণ, ৪ অগ্নিদগ্ধ পলাতক

সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। কার্যত উড়ে গেল একটি টালির চালের বাড়ি। ক্ষতিগ্রস্ত হল আরও একটি বাড়ি। প্রতিবেশীরা দেখেন, কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে যন্ত্রণায় কাতড়াচ্ছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তবে এই বিস্ফোরণে যারা জখম হয়েছে, কয়েক মিনিটের মধ্যে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা পেশায় দর্জি শেখ সামসুলের টালির বাড়িতে বসে বোমা বাঁধছিল। সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিস্ফোরণে টালির চালের বাড়িটি পুরোপুরি ভেঙে গিয়েছে এবং পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামসুলের বাড়িতে মাঝে মধ্যেই বোমা বাঁধা হয়। এদিন বিকেলে বোমা বাঁধার সময় এই ঘটনা ঘটে। এদিকে, অগ্নিদগ্ধ ব্যক্তিদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উলুবেড়িয়া থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এ নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সুপার স্বাতী ভাঙ্গালিয়া বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছে। একটি মামলা রুজু করে আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। -নিজস্ব চিত্র
15h 15m ago
পুজো ২০২৪
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা