কলকাতা

অনলাইন মার্কেটিং ছেড়ে মফস্‌সলের ভরসা সেই বড়বাজারই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’মেয়েকে নিয়ে বাঁকুড়া থেকে বড়বাজারে পুজোর কেনাকাটা করতে এসেছেন অমিতা পাল। বললেন, ‘এখানে কম দামে, ভ্যারাইটি জামা পাওয়া যায়।’ তিনি শুধু নন, এই অনলাইনের রমরমাতেও তাঁর মতো বহু ক্রেতা জেলা থেকে আসেন। তাঁদের আজও ভরসার জায়গা বড়বাজার।
এই মানুষগুলি শপিং মলে যান বটে তবে কেনেন কম। তাই তাঁদের আছে বড়বাজার। ‘ও মা! এই জামাটা কী সুন্দর, জ্যাকেট দেওয়া’, বলেই মেয়ের জন্য রাজস্থানী স্টাইলের ‘সারারা’ জামা পছন্দ করলেন বাগনানের রঞ্জনা পালিত। বললেন, ‘আমাদের ওখানে এই জামাটাই দেড়শ টাকায় বিক্রি হবে। এখানে অনেক কমে পেলাম। সব ভ্যারাইটির জামাকাপড় এখানে অনেক কম দামে মেলে।’ এ কারণে পুজোর আগে বড়বাজার আসেন জেলার বাসিন্দারা। পুরুষদের পোশাক বিক্রি করেন রাজা। তিনি বললেন, ‘দেখুন, আমাদের এখানে প্রতিযোগিতা খুব। একই জিনিস দেখা যাবে, পরপর কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে। তাই আমাদের অনেক কম দামে বিক্রি করতে হয়।’ এক বিক্রেতা বললেন, ‘দেখবেন, পাড়ায় কোনও দোকানে এই ডিজাইনেরই জামা পাচ্ছেন। সেই দোকান যা দাম চাইবে, সেই দামেই মানুষ কিনে নেবেন। আমাদের এখানে সেরকম ব্যাপার নেই।’
‘কিন্তু অনলাইনে কিনলে তো আরও স্টক পাওয়া যাবে?’ এই প্রশ্নের জবাব দিলেন মেদিনীপুরের অর্চনা। বললেন, ‘হাতে নিয়ে দেখে না কিনলে আমি ঠিক ভরসা পাই না। অনলাইনে কিনে দেখেছি। কিন্তু আমার মনে হয়েছে, ওই জিনিসটাই বড়বাজারে কম দামে পাওয়া যায়। সবসময় কলকাতায় আসা হয় না। তবু পুজোর আগে এক-দু’বার এসেই থাকি।’
15h 15m ago
পুজো ২০২৪
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা