কলকাতা

পুজোর কেনাকাটায় ‘হট কেক’ জাকাড টি-শার্ট, হাকোবা জামা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দিদি একটা হাকোবা নিন। এটাই এ বছরের ট্রেন্ড।’ দোকানদারের কথা শুনে ফিরে তাকালেন পাইকপাড়ার সঞ্চিতা রাহা। ছেলেকে নিয়ে হাতিবাগানে কেনাকাটা করতে এসেছেন। ‘হাকোবা! সেটা আবার কী?’ প্রশ্ন করলেন সঞ্চিতাদেবী। তাঁর ছেলের চোখ ততক্ষণে চকচক করতে শুরু করে দিয়েছে। দোকানি প্যাকেট খুলে দেখিয়ে গেলেন একের পর এক হাকোবা শার্ট। তারপর বের করলেন জাকাড কাপড়ের টি শার্ট। সঙ্গে কি পরবে ছেলে? বেরল সুতির কার্গো প্যান্ট। এবছর এগুলিই নাকি ‘ইন’। না পরলে ফ্যাশন হবে না। সাজগোজে পিছিয়ে গেলেন। আউট আপনি। ছেলে হাকোবা কিনিয়েই ছাড়ল সঞ্চিতাদেবীকে।
হাকোবা কী? দোকানদাররা বললেন, ‘এটা আসলে নেটের মতো কাপড়ের এক ধরনের জামা। যা দেহের সাইজের তুলনায় একটু বড় পরতে হয়।’ হাতিবাগানের ব্যবসায়ী দুর্গা রায়ের কথায়, ‘এভারিং নেটের জামা এবছর খুব চলছে। বাচ্চা যুবক মানে ইয়ং জেনারেশন খুব কিনছে স্যার। এবার কিন্তু জিনস বা চিনোস নয়। ছেলেদের পছন্দ কার্গো বা ব্যাগি প্যান্ট।’ আর এর সঙ্গে এ বছরের হট কেক ‘জাকাড’ কাপড়ের টি শার্ট। বড়বাজারের ব্যবসায়ী মণীশ সিং বললেন, ‘এগুলো ত্রিপুরার কাপড়। উল টাইপের সুতো দিয়ে তৈরি। অল্পবয়সি ছেলেরা খুব পছন্দ করছে।’ এ কাপড় উলের মতো। কিন্তু সেরকম গরম অনুভব হবে না। এটাই ম্যজিক। জানালেন মণীশ। বিক্রেতারা বলছেন, ‘এ বছর জিনসের চাহিদা অনেকটাই কম। ছেলেরা এবার কার্গো প্যান্ট বলতে অজ্ঞান। সে প্যান্টে কমকরে ছ’খানা পকেট থাকবে। তবেই হবে ফ্যাশন।’ ‘আসলে এখন যা গরম পড়ে, জিন্সের প্যান্ট গায়ে রাখা যায় না। সেই দিক থেকে সুতির ঢলা প্যান্ট অনেক আরামের’, বললেন, বড়বাজারে বাজার করতে সেই উলুবেড়িয়া থেকে আসা সুশান্ত ঘোষ। হাতিবাগান মার্কেটের এক রেডিমেড কাপড়ের বিপণির রঞ্জন রায়ের কথায়, ‘এবার জিনস বিক্রি হচ্ছেই না। কার্গো বা ব্যাগি প্যান্টই চলছে।’
এসবের সঙ্গে গত বছরের মতো এ বছরও হট কেক ওভার সাইজড টি শার্ট। রঙিন টি শার্টের উপর নানা ধরনের কার্টুন বা ক্যারেক্টার বা বিভিন্ন ছবি। হাতা নেমে এসেছে কনুইয়ের নীচে। 
অনেকে আবার এর নাম দিয়েছেন, ‘হিপহপ টি শার্ট’। কারণ হিপহপ গায়করা সাধারণত এই ধরনের টি শার্ট পরে পারফর্ম করেন। তাছাড়া ওভার সাইজড টি শার্টে প্রায়ই কার্তিক আরিয়ান, রণবীর সিংয়ের মতো অভিনেতাদেরও দেখা যায়। কাজেই এটি না পরলে স্টাইল পুরোপুরি হবে না।
15h 15m ago
পুজো ২০২৪
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা