কলকাতা

বারাসতে ১২ নম্বর জাতীয় সড়ক সংস্কার, যশোর রোড ঘিরে হেলদোল নেই, উদ্বেগে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘বর্তমানে’ খবরের জের। অবশেষে বেহাল ১২ নম্বর জাতীয় সড়ক সারাইয়ের কাজ শুরু করল কর্তৃপক্ষ। দেরিতে হলেও এই কাজ শুরু হওয়ায় স্বস্তিতে এলাকার মানুষ। তবে আবার যেন বৃষ্টিতে জাতীয় সড়ক-১২ বেহাল না হয়ে যায়, সেই দাবিও তুলেছেন তাঁরা। এদিকে, বারাসতের লাইফলাইন বলে পরিচিত যশোর রোডের সংস্কার এখনও শুরু না হওয়ায় উদ্বিগ্ন শহরবাসী। বারাসতের এক শিক্ষিকা সৌমিলী গুহ বলেন, যশোর রোড সংস্কার নিয়ে শীতঘুমে চলে গিয়েছে দপ্তর। বড় দুর্ঘটনা না ঘটলে হয় তো ঘুম ভাঙবে না ওঁদের।
কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম জাতীয় সড়ক ১২। রাস্তাটিতে রোজই প্রচুর গাড়ির চাপ থাকে। বারাসতের হেলাবটতলার পরেই গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টিতে সেই গর্তে জমে থাকছে জল। দিনের আলোয় যাতায়াত করা গেলেও রাতে তা ঝুঁকিপূর্ণ। জাতীয় সড়কের এই করুণ অবস্থা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরেছিল ‘বর্তমান’। তারপরেই মঙ্গলবার বেহাল এই রাস্তা সংস্কার শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তার পাশের এক চা ব্যবসায়ী সন্তু দাস বলেন, এই রাস্তার অবস্থা তো আতঙ্কজনক ছিল। সারাই শুরু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। এক সব্জি বিক্রেতা দিবাকর মুন্সি বলেন, সাইকেল নিয়ে জাতীয় সড়ক ধরে আসতে খুব ভয় লাগে। তবে, কাজ শুরু হয়েছে বলে ভালো লাগছে। কাজ যেন টেকসই হয়। - নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা