কলকাতা

এবার রাতেও আবর্জনা সংগ্রহ চালু গোবরডাঙায়

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্ধ্যার পর বিভিন্ন হোটেল, রেস্তরাঁ বা দোকানে আবর্জনার পরিমাণ বৃদ্ধি পায়। তাই রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে রাত্রিকালীন আবর্জনা সংগ্রহ চালু করল গোবরডাঙা পুরসভা। বুধবার রাত আটটা থেকে এই পরিষেবা চালু হয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বাড়ি বাড়ি আবর্জনা রাখার জন্য পুরসভার পক্ষ থেকে সবুজ ও নীল রংয়ের দু’টি বালতি দেওয়া হয়েছে। সকালে পুরসভার সাফাইকর্মীরা আবর্জনা সংগ্রহ করেন। পরে তা পৃথকীকরণ হয়। বাজার থেকে আবর্জনা সংগ্রহের পরিষেবা চালু ছিল শুধু সকলেই। বুধবার থেকে রাতেও এই পরিষেবা চালু করল গোবরডাঙা পুরসভা। এর পোশাকি নাম ‘নাইট ওয়েস্ট কালেকশন সার্ভিস’। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙায় ৯টি বড় ও ১৭টি ছোট বাজার আছে। বাজারগুলিতে সন্ধ্যার দিকে প্রচুর ভিড়ও হয়। ফাস্ট ফুড সেন্টার থেকে হোটেল, রেস্তরাঁ ও দোকানে ক্রেতার সংখ্যা বাড়ে। ফলে, আবর্জনাও জমা হয় প্রচুর। অনেক ক্ষেত্রেই দোকান বন্ধের আগে আবর্জনা রাস্তার ধারে রেখে দেওয়া থাকে। পথকুকুরেরা তা ছড়িয়ে দেয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজে গতি আনতে বুধবার থেকে নাইট ওয়েস্ট কালেকশন সার্ভিস চালু হল। এনিয়ে গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, এবার থেকে সাতদিন এই পরিষেবাও চালু থাকবে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা