কলকাতা

রেলগেট থেকে বাসস্ট্যান্ড ‘মার্কিং’ শুরু পুরসভার, চাকদহে বিতর্ক

সংবাদদাতা, কল্যাণী: বেআইনি দখলদার সরাতে বুধবার মার্কিং বা দাগ দেওয়ার কাজ শুরু করল চাকদহ পুরসভা। এদিন রেলগেট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রথম দফার কাজ হয়। রাস্তার দু’ধারে সাড়ে তিন ফুট করে মোট সাত ফুট জায়গা চিহ্নিত করে দাগ দেওয়া হয়। সেই অংশের মধ্যে যে সমস্ত দখলদার রয়েছেন, তাঁদেরকে চিহ্নিত জায়গা আগামী তিনদিনের মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুরসভাই তাদের সরিয়ে দেবে বলে জানিয়েছে।
এদিকে, সাধারণ মানুষের একাংশের অভিযোগ, এই নিয়মে কোপ পড়ল গরিব মানুষের মাথায়। আর বড় ব্যবসায়ীরা বেঁচে গেলেন। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ রাস্তা থেকে সাড়ে তিন ফুটের মধ্যে বেশিরভাগ জায়গাতেই ভ্যানে বা ফুটপাতে সব্জি বা অন্য কিছু নিয়ে বসে ব্যবসা করেন গরিবরা। তাদেরকে উঠে যেতে হচ্ছে শহরকে যানজট মুক্ত করার জন্য। আর বড় বড় দোকানের সামনের অংশ বাড়িয়ে বেআইনিভাবে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের দোকানের বেআইনি অংশ সাড়ে তিন ফুটের মধ্যে না এলে তা আর ভাঙতে হচ্ছে না। রাস্তার দু’ধারের মোট ১৫ ফুট জায়গার মধ্যে পুরসভা মাত্র সাত ফুট খালি করছে। 
এই বিষয়ে চাকদহ সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুবল দেবনাথ বলেন, বৈঠকে আমাদের পরিস্কার দাবি ছিলো সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উচ্ছেদ না করে যদি তাঁদের প্রতিষ্ঠানের সাইজ একটু ছোটকরে সমস্যা সমাধানকরা হয় তাহলে আমরা শহরকে যানজট মুক্ত করতে ঝাঁপিয়ে পড়বে। আমাদের দাবিকে সম্মান জানিয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে কোনো ব্যবসায়ী পুরোপুরি উচ্ছেদ হবে না। এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। অন্যদিকে, চাকদহ পুরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস বলেন, রাস্তার যানজট মুক্ত করতে প্রথম দফায় এই অংশ খালি করা হচ্ছে। পরবর্তীকালে বাকি অংশের বিষয়ে নিয়েও ভাবা হবে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা