কলকাতা

গঙ্গায় বান এলেই ধাক্কা বাড়িতে, ইছাপুরে জলে তলিয়ে গেল গাছ

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রবল বর্ষণের ফলে বেড়েছে গঙ্গার জলস্তর। এমন অবস্থায় বান এলেই জল ধাক্কা দিচ্ছে উত্তর বারাকপুর পুরসভার ইছাপুর দেবীতলা ঘাট সংলগ্ন গঙ্গার তীরবর্তী বেশ কয়েকটি বাড়িতে। বিপজ্জনক অবস্থায় রয়েছে বাড়িগুলি। বিশেষ করে একটি দোতলা বাড়ির অবস্থা খুবই খারাপ। ওই বাড়ির একটি বড় গাছ গঙ্গায় তলিয়ে গিয়েছে। বাড়ির নীচের মাটি সরে যাচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। রাতে তাঁদের অধিকাংশই থাকতে পারছেন না বাড়িতে। এই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছে উত্তর বারাকপুর পুরসভা ও সেচদপ্তর। সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে তারা। গঙ্গার জোয়ারে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির সদস্য অরিজিৎ দাস জানিয়েছেন, আগে একটি বাঁধ ছিল। সেটা ভেঙে গিয়েছে। ফলে এখন গঙ্গায় বান এলেই আমাদের সহ আরও তিনটি বাড়িতে এসে জল ধাক্কা দিচ্ছে। মঙ্গলবার বান আসায় পুরনো একটি বড় গাছ ভেঙে গঙ্গায় চলে গিয়েছে। পুরসভা আমাদের বলেছে, যত দ্রুত সম্ভব বাড়ি খালি করে দিতে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে গিয়েছে। যতটা সম্ভব বাড়ির বাইরেই থাকছি। বাবা বড় কষ্ট করে দোতলা বাড়িটি বানিয়েছিলেন। কী যে হল! তীব্র আতঙ্কের মধ্যে রয়েছি আমরা।
এই অবস্থায় সেচদপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনির্বাণ ভট্টাচার্যকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। তিনি জানান, সাত-আটটি বাড়ির সমস্যা হয়েছে। তার মধ্যে তিন-চারটি বাড়ি খুবই বিপজ্জনক অবস্থায়। গঙ্গায় বান এলেই জল গিয়ে বাড়িতে ধাক্কা দিচ্ছে। দোতলা একটি বাড়ি যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। বিষয়টি সেচদপ্তরকে বলেছিলাম। এদিন এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এসে দেখে পরিদর্শন করেছেন। দ্রুত সমস্যা মিটবে বলে দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা