কলকাতা

তপসিয়া-কাণ্ড: স্পেশাল ব্রাঞ্চে বদলি সেই এসআই, বিভাগীয় তদন্তের সুপারিশ সিপির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোপলিটনের অফিস থেকে ব্যবসায়ীকে থানায় তুলে এনে গ্রেপ্তারের ভয় দেখিয়ে কোটি টাকা আদায়ের সেই ঘটনায় তদন্তকারী অফিসার অভিযুক্ত রাহুলদেব বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হল। পাশাপাশি এই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করেছেন খোদ পুলিস কমিশনার বিনীত গোয়েল। কলকাতা পুলিসের এক সূত্র এখবর জানিয়েছে।
গত ১৮ জুনের ঘটনা। ব্যবসায়ী মণিশঙ্কর রায়ের অভিযোগ, তাঁকে অফিস থেকে জোর করে তপসিয়া থানায় তুলে এনে গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক কোটি টাকা আদায় করা হয়। পাশাপাশি সেই রাতে নগদে আরও ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন ওই পুলিস অফিসার। প্রায় ৮ ঘণ্টা থানায় আটকে রেখে ওই টাকা আদায় করা হয়েছিল। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।পরে ওই ব্যবসায়ী কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েলকে লিখিতভাবে অভিযোগ জানান। এমনকী ওই ব্যবসায়ী তপসিয়া থানার অতিসক্রিয়তা নিয়েও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন। এমন চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দেন বিনীত গোয়েল। পাশাপাশি কলকাতা পুলিসের ডিসি (এসইডি) ভোলানাথ পান্ডের কাছে এনিয়ে রিপোর্ট তলব করেছিল লালবাজার। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, অভ্যন্তরীণ তদন্তে তপসিয়া থানার তদন্তকারী অফিসারদের রুমের সিসি ক্যামেরার ফুটেজ মোছার মতো বেশ কিছু তথ্য-প্রমাণ হাতে পেয়েছেন লালবাজারের কর্তারা। এরপরই লালবাজার অভিযুক্ত এসআই রাহুলদেব বন্দ্যোপাধ্যায়কে তপসিয়া থানা থেকে সরিয়ে কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চে বদলি করেছে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা