কলকাতা

ফুটপাত দখল করে চলছে বসবাস, নির্বিকার প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটপাতের উপরেই বসবাস। দোকান থেকে কার পার্কিং—সবই ফুটপাতে।পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হচ্ছেন। মানিকতলার ক্যানাল ইস্ট রোডে এটাই দস্তুর। ফুটপাত ফাঁকা করতে কয়েক মাস আগে দখলদারদের নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। তাতে কাজের কাজ কিছুহয়নি। সম্প্রতি এই চত্বরে গিয়ে দেখা গেল, ঘরে ঘরে চলছে রান্না। হুকিং করে বিদ্যুৎ সংযোগ হয়েছে ঘরগুলিতে। বাসিন্দাদের সঙ্গে কথায় কথায় জানা গেল, তাঁদের কেউ ১০ বছর, কেউ কেউ ৩০-৪০ বছর ধরে এভাবেই ফুটপাত দখল করে রয়েছেন। 
বেআইনিভাবে বসবাসকারী এই বাসিন্দাদের কারও বাড়ি বসিরহাটে, কারও আবার ক্যানিং, জীবনতলা বা ন্যাজাটে। ফুটপাতবাসী হাজরা দাস বলেন, ‘আমাদের একবার তুলে দিয়েছিল। পরে আবার বসতে দিয়েছে। তাও বহু বছর হয়ে গিয়েছে। আর কোনও সমস্যা হয়নি।’আরেক বাসিন্দা রীমা মণ্ডল বলেন, ‘আমার বাড়ি বসিরহাট। গত ২০ বছর ধরে এখানেই থাকছি।’ ফুটপাতজুড়ে টানা ঘরগুলির বেশিরভাগই টালির ছাউনি ও দরমার বেড়া। এক-দু’টি পাকাবাড়িও রয়েছে। স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমল চক্রবর্তী বলেন, ‘ওঁদের আগে নোটিস দেওয়া হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। এবার প্রশাসনের শীর্ষ মহল হস্তক্ষেপ করলে যদি কাজের কাজ হয়।’ শহরে শুরু হয়েছে হকার সার্ভে। কলকাতা পুরসভা জানিয়েছে, হকার সার্ভের পাশাপাশি শহরের ফুটপাতও দখলমুক্ত করা হবে। পুরসভার সংশ্লিষ্ট ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত জানিয়েছেন, ফুটপাত সরকারি জায়গা। সেখানে দখল করে থাকা যাবে না। আগামী দিনে সবাইকে তুলে দেওয়া হবে। ওঁদের নিজেদের বাড়িও রয়েছে।’
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা